সিলেটের বিপক্ষে জোড়া ডাবল সেঞ্চুরি নাঈম-সাদমানের

0
1832

নিজস্ব প্রতিবেদকঃ ২৫তম জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডে সিলেট বিভাগের বিপক্ষে সাদমান ইসলাম ও নাঈম ইসলাম ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন। তাতে রান পাহাড় গড়েছে ঢাকা মেট্রো। প্রথম ইনিংসে দুই ব্যাটারের ডাবল সেঞ্চুরিতে জুটিতে হয়েছে রেকর্ড।

কক্সবাজারে শুক্রবার প্রথম স্তরের ম্যাচে ৫ উইকেটে ৬০১ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছে ঢাকা। দ্বিতীয় দিন শেষে সিলেটের রান বিনা উইকেটে ১০১। ওয়ানডে মেজাজে ফিফটি করে খেলছেন তৌফিক খান। তাঁকে সঙ্গ দিচ্ছেন অধিনায়ক জাকির হাসান। সিলেট এখনও পিছিয়ে ৫০০ রানে।

সিলেটের বিপক্ষে সাদমান-নাঈমের তৃতীয় উইকেটের জুটিতে আসে ৪৩৪ রান। বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে তৃতীয় উইকেটে সর্বোচ্চ ও যেকোনো উইকেটে দ্বিতীয় সর্বোচ্চ এই জুটি। সর্বোচ্চ জুটি ৪৯৪ রানের। মার্শাল আইয়ুব ও মেহরাব হোসেন জুনিয়র এই রেকর্ড করেন ২০১৭ সালে।

ঢাকার অধিনায়ক সাদমান করেছেন প্রথম শ্রেণির ক্যারিয়ার সেরা ২৫০ রান। তার ৪৩৭ বলের ইনিংস গড়া ২৮ চার ও এক ছক্কায়। ক্যারিয়ার সেরা ২২১ রানের ইনিংস খেলেছেন নাঈম। ২৩ চার ও ৫ ছক্কায় সাজানো তার ২৭৮ বলের ইনিংস। সিলেটের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন নাবিল সামাদ। একটি করে উইকেট গেছে আবু জায়েদ রাহী ও খালেদ আহমেদের ঝুলিতে। তবে রান দেওয়ার সেঞ্চুরি করেছেন চার জন- আবু জায়েদ, খালেদ, নাবিল সামাদ ও শাহানুর রহমান।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here