সিলেটের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে চট্টগ্রাম

0
41

নিজস্ব প্রতিবেদক: জাতীয় লিগের তৃতীয রাউন্ডে চট্টগ্রামের বিপক্ষে প্রথম ইনিংসে সিলেট ৮ উইকেটে সংগ্রহ করেছে ৪৪৪ রান। জবাবে চট্টগ্রাম মাত্র ১১৫ রানেই হারিয়েছে ৫ উইকেট।

চট্টগ্রামের হয়ে ১ম ইনিংসে উদ্বোধনী ব্যাটসম্যান অভিষেক মিত্র ২২, তাসলিমুল ৫৭ রান করেছেন। একমাত্র সফল তাসলিমুলকে শাহনুর সাজঘরে পাঠান। ব্যাটিংয়ে আছেন ইয়াসির ২৩ ইরফান ৫ রান করে। সোমবার সকালে অপরাজিত থাকা ইয়াসির-ইরফান আবারো ব্যাটিংয়ে নামবেন।

এর আগে সিলেট প্রথম ইনিংসে শাহনুর, অলকের সেঞ্চুরি, রাজিনের অর্ধশতকে ৪৪৪ রানের বিশাল সংগ্রহ করেন।

১৯৫ বলে ১০২ রান করে। শাহনুর রহমান ফাস্ট ক্লাস ক্রিকেটে প্রথম সেঞ্চুরির ইনিংসটি সাজান ৯ চার, ২ ছয়ের নাদন্দিনক ইনিংসে।

রাজিনের ৫১ ও অলক কাপালীর অপরাজিত ১০৫ রানের সুবাধে প্রথম দিন শনিবার শেষে প্রথম ইনিংসে ২৮১ রান করেছে সিলেট। ৯০ ওভারে এ রান সংগ্রহ করতে ৫টি উইকেট হারিয়েছে সিলেট। আজ দ্বিতীয় দিন সকালে উইকেট হারিয়েছ আরো ৩টি। ৮ উইকেটে সিলেট ৪৪২ রান সংগ্রহ করেছে।

সিলেটের হয়ে সেঞ্চুরি করেছেন অলক কাপালী।  ১৭১ বলে ১০০ রান করেন। ব্যাটিংয়ে নেমে দলীয় ১৮ রানেই প্রথম উইকেট হারায় সিলেট। তান্না ফিরে যান  ৪ রানে। দলীয় ৩৯ রানে সিয়াম আলম ২৭ রানে আউট হয়ে যান। এরপর জাকির আলম ৩২ রানে ফিরে যান সাজঘরে। ২৭ রান করেন রুমান আহমদ। ৫১ রানে রাজিন সালেহ ইফতেখার সাজ্জাদের বলে আউট হন।

চট্টগ্রামের হয়ে ইফতেখার সাজ্জাদ ৩টি, সাইফ উদ্দিন ২টি, সাঈদ সরকার, বেলাল ১টি করে উইকেট লাভ করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here