নিজস্ব প্রতিবেদকঃ হিসেবের অঙ্কে টিকে থাকলেও এবারের বিপিএল থেকে সিলেট স্ট্রাইকার্সের বিদায় নিশ্চিত। শনিবার তারা হেরেছে ফরচুন বরিশালের কাছে। চট্টগ্রামে আজ টস জিতে আগে ব্যাটিং করতে নেমে বরিশাল ৬ উইকেটে ১৮৩ রান করে। জবাবে সিলেটের ইনিংস থেমে যায় ৮ উইকেটে ১৬৫ রানে। ১৮ রানের জয়ে প্রতিযোগিতার ষষ্ঠ জয় পেল তারা। ১০ ম্যাচে চারটি তারা হেরেছে।
অন্যদিকে ১০ ম্যাচ শেষে সিলেটের পয়েন্ট ৬। পরের দুই ম্যাচ জিতলে তাদের পয়েন্ট দাঁড়াবে ১০। একইরকম ১০ পয়েন্টে আছে খুলনা টাইগার্স এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এই দুই দল আবার মুখোমুখি হবে ২০ তারিখ। সেই ম্যাচে কোন একদল জয়ী হলেই তারা চলে যাবে সিলেটের ধরাছোঁয়ার বাইরে। তাই কাগজে কলমে টিকে থাকা সিলেটের বিদায় নিশ্চিত হয়েছে আজ। তবে গত আসরের ফাইনালিস্ট দলটি এবার কেন এতো ব্যর্থ?
সিলেটের এমন ব্যর্থতার জন্য ব্যাটারদের দায়ী করছেন দলটির অধিনায়ক মোহাম্মদ মিঠুন। বরিশালের বিপক্ষে হারের পর সংবাদ সম্মেলনে মিঠুন বলেন, ‘আমরাও এই জিনিস (পাওয়ারপ্লে ব্যাটিং) নিয়ে টুর্নামেন্টজুড়ে কথা বলছি। আমরা অনেক চেঞ্জ করেও চেষ্টা করে দেখছি। তারপরেও দেখেন পুরো টুর্নামেন্টে প্রথম ম্যাচ বাদে প্রত্যেকটা ম্যাচেই কিন্তু আমরা পাওয়ারপ্লেতে ভেঙে পড়েছি। টি-টোয়েন্টি ম্যাচে সবাই চায় পাওয়ারপ্লে ইউস করতে। সেখানেই আমরা ভেঙে পড়েছি। আমি মনে করি আজকে যেই নেতিবাচক ফলাফল হয়েছে এটার পুরো দায়ভার ব্যাটিং ইউনিটকেই নিতে হবে। বোলাররা কিন্তু খুব একটা খারাপ করে নাই। এখন পর্যন্ত আমাদের যেই ব্যর্থতা আছে তার দায় হচ্ছে টপ অর্ডার ব্যাটারদের।’
মিঠুন আরও জানিয়েছেন, ‘এই ধরনের আমাদের আসলে টিম প্ল্যান ছিল না যে অতি আক্রমণাত্মক খেলতে হবে। চট্টগ্রাম ছাড়া বাকি উইকেট এত ব্যাটিং ফ্রেন্ডলি ছিল না। আমরা সবসময় চেয়েছিল যত উইকেট হারানো যায়। যদি আমরা ৬ ওভারে ৩৫-৪০ রানও হয় তাতেও আমাদের কোনো সমস্যা ছিল না। এটা ব্যাটারের দায়িত্ব সে কীভাবে নিজেকে ম্যানেজ করবে। দলের প্ল্যানে এমন কিছু ছিল না যে পাওয়ারপ্লে ইউস করতে হবে বা পাওয়ারপ্লেতে অনেক হার্ড যেতে হবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post