নিজস্ব প্রতিবেদক: সিলেটের মাঠে শুরু হয়েছে দেশের ফুটবলের সবচেয়ে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (ফুটবল বিপিএল)। সিলেটের ফুটবল ইতিহাসে এই প্রথমবারের মত ঘরোয়া ফুটবলের মেগা আসর অনুষ্টিত হতে যাচ্ছে।
দেশের সব ফুটলারেরই স্বপ্ন থাকে ঘরোয়া ফুটবলের এই বড় আসরে নিজেদেরকে মেলে ধরতে। সবারই স্বপ্ন থাকে নিজেদের মাঠে খেলতে। তেমনি সিলেটের এগারো জন ফুটবলার নিজেদের ঘরের মাঠে বিপিএলের খেলার স্বাদ পাচ্ছেন।
সিলেটের মাঠে দেশের সেরা ক্লাবগুলোর হয়ে মাঠ মাতাবেন সিলেটের তরুণ প্রতিভাবান এক ঝাঁক ফুটবলার। সিলেটের দর্শকরা নিজেদের ঘরের ছেলে ওয়াহেদ, মুন্না, সাদ আর বিপলূদের পায়ের জাদু দেখবে।
প্রিমিয়ার লিগ (ফুটবল বিপিএল)এ সিলেটের ওয়াহেদ, সাদ খেলবেন ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা আবাহনীর হয়ে। দেশের ফুটবলের আরেক ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা মোহামেডানে খেলবেন সিলেটের বিপলু।
মোহামেডানের হয়ে আরো মাঠে নামবেন সিলেটের মৌলভীবাজারের জনি, জাহেদ, সিপলু।
চট্টগ্রাম আবাহনীর হয়ে বিপিএলে মাঠে নামবে ইয়ামীন মুন্না, তকলিস।
আরামবাগ ক্রীড়া সংঘের হয়ে মাঠে নামবেন- সিলেটের মৌলভীবাজার সুফিল, সিলেটের সুনামগঞ্জের মনসুর।
রহমতগঞ্জ ক্লাবের হয়ে মাঠে নামবেন সিলেটের রাসেল, হবিগঞ্জের মামুন,।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০