নিজস্ব প্রতিবেদক:: ‘লোকাল বয়’ জাকির হাসানকে ধরে রেখেছিলো সিলেট স্ট্রাইকার্স। নিজ শহরের ফ্র্যাঞ্চাইজির জার্সিতে বিপিএলের গত মৌসুম দুর্দান্তক কাটিয়ে ছিলেন জাকির হাসান। নতুন মৌসুমের শুরুটাও করলেন দুর্দান্ত।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে জাকির হাসান দারুণ ব্যাটিং করেছেন। দেড়শোর বেশি স্ট্রাইক রেটে হাফ সেঞ্চুরি দিয়ে শুরু করেছেন বিপিএলের মিশন।
জাকিরের ফিফটিতে স্ট্রাইকার্সরাও পেয়েছে দারুণ শুরু। প্রথম ম্যাচেই দুই উইকেটে ১৭৭ রান তুলেছে। ৪৩ বলের ৭০ রনের ঝলমলে ইনিংসটি তিনি সাজিয়েছেন সাত চার ও এক ছক্কায়। ১৬২’র বেশি স্ট্রাইক রেটে ব্যাট করেছেন জাতীয় দলের এই ক্রিকেটার।
বিপিএলের দশম আসরের উদ্বোধনী দিনে কুমিল্লার মুখোমুখি হয় ঢাকা। বর্তমান চ্যাম্পিয়নদের হারিয়ে শুরু করেছে নবাগত ঢাকা। দিনের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হয়েছে সিলেট স্ট্রাইকার্স।
এসএনপিস্পোটসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post