নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের ফাইনাল খেলতে নেমেছে সিলেট স্ট্রাইকার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আর এই ম্যাচে খেলতে নেমেই নতুন ইতিহাস গড়েছেন মাশরাফী বিন মোর্ত্তাজা। বিপিএলের ইতিহাসে প্রথম অধিনায়ক হিসেবে শততম ম্যাচ খেলার কীর্তি গড়েছেন ম্যাশ।
বিপিএলে এবার সিলেট স্ট্রাইকার্সকে নেতৃত্ব দিচ্ছেন মাশরাফী। আর ফাইনালে টস করতে নামার মধ্য দিয়েই নতুন ইতিহাস লিখেছেন তিনি। এর আগে কোনো ক্রিকেটারই অধিনায়ক হিসেবে একশ ম্যাচ খেলেননি। এর আগে ৯৯ ম্যাচে অধিনায়কত্ব করে ৬৪ ম্যাচেই জিতেছেন তিনি। হেরেছেন ৩৫ ম্যাচে। জয়ের হার শতাংশের হিসেবে ৬৪.৬৪।
এখন পর্যন্ত মোট ৫টি দলের হয়ে বিপিএলের অধিনায়কত্ব করেছেন মাশরাফী। সেই দলগুলো হলো ঢাকা গ্ল্যাডিয়েটর্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রংপুর রাইডার্স, ঢাকা প্লাটুন ও সবশেষ চলমান আসরে সিলেট স্ট্রাইকার্স। এই দলগুলোর হয়েই নতুন কীর্তিতে নাম লিখিয়েছেন ডানহাতি পেস তারকা।
বিপিএলে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ম্যাচ খেলা ক্রিকেটার
১। মাশরাফী বিন মোর্ত্তাজা- ১০০ ম্যাচ*
২। সাকিব আল হাসান- ৮৬ ম্যাচ
৩। মাহমুদউল্লাহ রিয়াদ- ৮৫ ম্যাচ
৪। মুশফিকুর রহিম- ৮৫ ম্যাচ
৫। ইমরুল কায়েস- ৪২ ম্যাচ*
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post