নিজস্ব প্রতিবেদকঃ শেষের দিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর। শুরুতে বিদেশি ক্রিকেটার পাওয়া নিয়ে বেশ শঙ্কা দেখা দেয়। তবে পাকিস্তান জাতীয় দলের সিরিজ বাতিল হওয়ায় এবং পিএসএল পিছিয়ে যাওয়ায়, অনেক তারকা ক্রিকেটার পাওয়া যায়।
পাকিস্তান জাতীয় দল ও এর আশেপাশের তারকারা এসে বিদেশি ক্রিকেটারের সেই শূন্যতা পূরণ করে দেন। তবে সেই পাকিস্তানি ক্রিকেটাররা এবার চলে যাচ্ছেন। পিএসএলের জন্য ছেড়ে দিতে হয়েছে তাদেরকে। পিসিবি নিজ দেশে ফিরে যেতে বলছে ক্রিকেটারদের। যার ফলে এক ঝাঁক তারকা ক্রিকেটাররা ইতিমধ্যেই পাকিস্তানে চলে গেছেন।
এতে তারকা আর ক্রিকেটার সংকটে পড়তে যাচ্ছে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোকে। তবে সেই শঙ্কা কাটিয়ে উঠার চেষ্টায় আছে তারা। আরব আমিরাতে চলমান আইএল টি-টোয়েন্টি ও দক্ষিণ আফ্রিকায় চলমান এসএ টি-টোয়েন্টি শেষের পথে থাকায়, বেশ কিছু তারকা মুখকে দেখা যেতে পারে বিপিএলে সেই গুঞ্জনই চলছিল।
ইতিমধ্যেই ফরচুন বরিশাল দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ডোয়াইন প্রিটোরিয়াসকে দলে ভিড়িয়ে চমক দিয়েছে। এবার সিলেট স্ট্রাইকার্স জানালো আরেক প্রোটিয়া ক্রিকেটারের খবর। দলটির হয়ে বিপিএল মাতাতে আসছেন দক্ষিণ আফ্রিকার বাঁহাতি অলরাউন্ডার জর্জ লিন্ডে। মূলত তাকে ইমাদ ওয়াসিমের বদলি হিসেবে নেওয়া হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে তুষার ইমরান বলেন, ‘জর্জ লিন্ডে আসতেছে। আমাদের সাথে অনেক বিদেশি ক্রিকেটার আছে। গুলবাদিন (নাইব) আছে, থিসারা (পেরেরা) আছে। মোহাম্মদ ইরফানকেও নিয়ে আসা হয়েছে।’
এখন পর্যন্ত ১৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১১ ইনিংসে ব্যাট করে ১১১ রান করেছেন লিন্ডে। ১৩০.৫৮ স্ট্রাইক রেট। বল হাতে ১৪ ইনিংসে ১৫ উইকেট শিকার করেছেন। ৭.০৮ ইকোনোমি রেট। এর বাইরে ১৩৪টি স্বীকৃত টি-টোয়েন্টি খেলেছেন এই ৩১ বছর বয়সী ক্রিকেটার। ১০৭ ইনিংসে ব্যাট করে ১১০৭ রান করেছেন। ১৩৩.৭৮ স্ট্রাইক রেট। আর বল হাতে ১২৯ ইনিংসে ১২৭ উইকেট নিয়েছেন। ৭.৩৭ ইকোনোমি রেট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post