সিলেটের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক বক্কর-নাঈমের

0
153

নিজস্ব প্রতিবেদক:: শুরু হয়েছে ২৪তম জাতীয় ক্রিকেট লিগ। চট্টগ্রামের বিপক্ষে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে নেমেছে সিলেট। প্রথম শ্রেণীর ক্রিকেটে সিলেট বিভাগের হয়ে সিলেটের দুই তরুণ আবু বক্কর ও নাঈমের অভিষেক হয়েছে।

দুই তরুণ দু’জনেই স্পিনার। স্পিন অলরাউন্ডার আবু বক্কর সবশেষ জাতীয় চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত খেলেছেন। ব্যাট-বল হাতে দারুণ নৈপুণ্য দেখিয়ে চ্যাম্পিয়ন করিয়েছেন সিলেট জেলাকে।

আরেক স্পিনার নাঈম আহমদ হান্ট থেকে উঠে আসা। রবি-স্পিন হান্ট দিয়ে ক্রিকেটে পথচলা শুরু নাঈমের। চট্টগ্রামের বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিং করছে সিলেট বিভাগীয় দল।

সিলেট দল:: জাকির হাসান (অধিনায়ক), আবু বক্কর, আবুদ জায়েদ রাহী, অমিত হাসান, আসাদুল্লাহ আল গালিব, ইমতিয়াজ হোসেন, নাবিল সামাদ, নাঈম আহমদ, শাহনুর রহমান, তানজিম হাসান সাকিব ও তৌফিক খান তুষার।

চট্টগ্রাম দল:: ইরফান শুক্কর (অধিনায়ক), আহমেদ শরিফ, হাসান মুরাদ, ইফতিখার সাজ্জাদ, সাব্বির হোসেন শিকদার, মেহেদী হাসান রানা, পারভেজ হোসেন ইমন, পিনাক ঘোষ, সৈকত আলী, তামিম ইকবাল খান ও ইয়াসিন আরাফাত মিশু।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here