সিলেটে অনুশীলনে মগ্ন বাংলাদেশ ‘এ’ দল

0
84

নিজস্ব প্রতিবেদকঃ আগামীকাল (৬ ডিসেম্বর) থেকে শুরু হবে বাংলাদেশ ‘এ’ দল ও ভারত ‘এ’ দলের মধ্যকার ২য় ও শেষ চারদিনের ম্যাচ। এই ম্যাচের জন্য সোমবার অনুশীলন করেছে স্বাগতিক বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সকাল থেকে দুপুর পর্যন্ত ঘাম ঝরিয়েছেন ক্রিকেটাররা।

টাইগার ‘এ’ দলের ক্রিকেটাররা আজ সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুশীলন করেছেন। ২টি চারদিনের ম্যাচ খেলতে ভারত ‘এ’ দল এখন বাংলাদেশে। ইতোমধ্যে দু’দলের মধ্যকার প্রথম চারদিনের ম্যাচটি ড্র হয়েছে। কক্সবাজারে প্রথম ম্যাচ খেলে উভয়দলই এখন সিলেটে।

মঙ্গলবার থেকে শুরু হওয়া দ্বিতীয় চারদিনের ম্যাচের দলে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্বাগতিকদের দল থেকে বাদ দেওয়া হয়েছে পেসার খালেদ আহমেদ ও স্পিনার তাইজুল ইসলামকে। ভারত জাতীয় দলের বিপক্ষে ওয়ানডে দলে থাকা নাজমুল হোসেন শান্ত প্রথম চারদিনের ম্যাচে ছিলেন। তবে ওয়ানডে সিরিজ শুরু হওয়ায় দ্বিতীয় চারদিনের ম্যাচে নেই শান্ত। নেই ব্যাটসম্যান তৌহিদ হৃদয়ও।

ফলে দ্বিতীয় চারদিনের ম্যাচে বাংলাদেশ ‘এ’ দলে ডাকা হয়েছে ব্যাটসম্যান শাহাদাত হোসেনের সঙ্গে বাঁহাতি স্পিনার হাসান মুরাদ। এছাড়া মুশফিক হাসান ও আশিকুজ্জামান যুক্ত হয়েছেন দলে। অধিনায়ক যথারীতি মোহাম্মদ মিঠুন।

এর আগে প্রথম ম্যাচে কক্সবাজারে প্রথম ইনিংসে ১১২ রানে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ ‘এ’ দল। জবাবে প্রথম ইনিংসে ৫ উইকেটে ৪৬৫ রান তুলে ইনিংস ঘোষণা করে ভারত ‘এ’ দল। কত বড় ব্যবধানে স্বাগতিকরা হারবে সেটিই ছিল প্রশ্ন। তবে জাকির হাসানের দৃঢ়তায় সেই ম্যাচ বাঁচায় মোহাম্মদ মিঠুনের দল। ৪০২ বলে ১৬ চার ও ৩ ছক্কায় ১৭৩ রান করেছিলেন বাঁহাতি এই ব্যাটসম্যান। এবার ‘ঘরের মাঠে’ আরেকবার জ্বলে ওঠার অপেক্ষায় সিলেটের এই ক্রিকেটার।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here