সিলেটে ইংল্যান্ডের মানের উইকেট পাব- হাথুরুসিংহে

0
101

নিজস্ব প্রতিবেদকঃ মে মাসে আয়ারল্যান্ড সিরিজের ক্যাম্প সিলেটে করবে বাংলাদেশ দল। ইংল্যান্ডে যাওয়ার আগে আজ (২৬ এপ্রিল) সিলেটে পৌঁছেছেন তামিম ইকবাল-মুশফিকুর রহিমরা। আগামীকাল থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশের ৩ দিনের ক্যাম্প। এরপর সিলেট থেকে ঢাকা ফিরে ইংল্যান্ডের বিমান ধরবেন টাইগাররা।

আয়ারল্যান্ড-বাংলাদেশ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে আগামী ৯ মে। দুদিন বিরতি দিয়ে ১২ মে দ্বিতীয় ম্যাচ এবং ১৪ মে অনুষ্ঠিত হবে সিরিজের শেষ ম্যাচ। আইসিসি ওয়ানডে সুপার লিগের অন্তর্ভূক্ত এ ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের চেমসফোর্ডে।

সূচী অনুযায়ী ৯ মে চেমসফোর্ডে স্থানীয় সময় সকাল ১০টা ৪৫ মিনিটে শুরু হবে প্রথম ওয়ানডে। ১২ মে একই ভেন্যুতে দ্বিতীয় ওয়ানডে হবে দিবারাত্রির। ম্যাচটি শুরু হবে দুপুর ২টা থেকে। ১৪ মে শেষ ম্যাচটি আবার হবে সকাল ১০টা ৪৫ মিনিটে। ইংল্যান্ডে খেলার ক্যাম্প সিলেটে কেন করবে বাংলাদেশ দল? মূলত সেখানকার উইকেটের সঙ্গে সিলেটের উইকেটে মিল থাকার কারণে সেখানেই হবে ক্যাম্প, এমনটা জানিয়েছেন বাংলাদেশের কোচ।

বুধবার সিলেটে দল নিয়ে যাওয়ার আগে চান্দিকা হাথুরুসিংহে বলেন, ‘আমরা যখন সিলেটে খেললাম, মনে হল ইংল্যান্ডের উইকেটের সাথে এখানের কয়েকটি উইকেটের মিল রয়েছে। আমার মনে হল সেখানেই অনুশীলন করা উচিত। এছাড়া আবহাওয়ার বিষয়টি তো আছেই। তাছাড়া সিলেটে ইংল্যান্ডের মানের উইকেট পাব।’

‘শুধু ইংল্যান্ডের কন্ডিশন নিয়ে ভাবছি না, আমাদের নিজেদের সবদিকে উন্নতির জন্য। আমরা প্রতিপক্ষ ও ফলাফল নিয়ে চিন্তা করছি না। আমরা উন্নতির খুজছি, সেটা যেখানেই খেলি না কেন। সামনে আমাদের অনেকগুলো টেস্ট ম্যাচ আছে, বিশেষ করে ঘরের বাইরে বেশি খেলতে হবে। এ কারণে উন্নতি করতে সিলেটকে বেছে নেয়া, আর কিছু নয়।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here