নিজস্ব প্রতিবেদকঃ ২০২১ সালের ইতিহাস আবার স্পর্শ করার সুযোগ এসেছে বাংলাদেশের সামনে। সেই বছর টানা তিন টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল বাংলাদেশ। জিম্বাবুয়ে-নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়াকে হারিয়েছিল টাইগাররা।
এবার বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারানোর পর আয়ারল্যান্ডকেও হারায় সাকিব আল হাসানের দল। আজ আফগানিস্তানকে হারাতে পারলে টানা তিন ২০ ওভারের সিরিজ জিতবে লাল সবুজের প্রতিনিধিরা। রোববার আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।
আজ সন্ধ্যে ৬টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। এর আগে সিরিজের প্রথম ম্যাচে ২ উইকেটের রোমাঞ্চকর জয় পায় সাকিবের দল। সেই ম্যাচে সকালজুড়ে বৃষ্টির আনাগোণা ছিল। টস জিতে বোলিং নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব। উইকেটের ফায়দা ঠিকভাবেই নিয়েছে বাংলাদেশি বোলাররা।
আগে ব্যাট করতে নেমে শেষ দিকে মোহাম্মদ নবী ও আজমতউল্লাহ ওমরজাইয়ের ব্যাটে দেড়শ ছাড়ায় আফগানিস্তান। রান তাড়ায় তাওহিদ হৃদয় ও শামীম পাটোয়ারির ব্যাটে জয় পায় বাংলাদেশ। সিলেট স্টেডিয়ামে তিন ম্যাচ খেলে এই প্রথম জয়ের দেখা পায় স্বাগতিকরা।
এর আগে ২০১৮ সালে সিলেটে খেলা দুই টি-টোয়েন্টির দু’টিতেই হেরেছিল বাংলাদেশ। এই মাঠে আজ জিতলে প্রথমবার কোনো টি-টোয়েন্টি সিরিজ জয়ের ট্রফি হাতে উৎসব করবে লাল সবুজের প্রতিনিধিরা। যদিও ছেড়ে কথা বলবে না আফগানরা। প্রথম ম্যাচ হারা দলটি সিরিজে সমতা ফেরাতে মরিয়া।
বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, রিসাদ হোসেন ও আফিফ হোসেন ধ্রুব।
আফগানিস্তান দল: রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, মোহাম্মদ শাহজাদ, হজরতুল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ আটাল, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, করিম জানাত, আজমাতুল্লাহ ওমরজাই, মুজিব উর রহমান, নিজাদ মাসুদ, ফরিদ আহমেদ, নবীন-উল হক, নূর আহমদ ও ওয়াফাদার মোমান্দ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০