নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ সিরিজ খেলতে সিলেটে আয়ারল্যান্ড ক্রিকেট দল। রোববার (১২ মার্চ) সকালে ঢাকা হয়ে সিলেটে পৌঁছায় আইরিশরা। সকাল ৮টায় ঢাকায় পৌঁছে ১১টার ফ্লাইটে সফরকারীরা পৌঁছায় ওয়ানডে সিরিজের ভেন্যু সিলেটে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ১৮ মার্চ দুপুর ২টায় শুরু হবে প্রথম ওয়ানডে। ২০ মার্চ দ্বিতীয় ওয়ানডেও হবে একই সময়ে। তবে ২৩ মার্চ শেষ ম্যাচ মাঠে গড়াবে দুপুর আড়াইটা থেকে। পবিত্র রোজার কথা মাথায় রেখে পেছানো হয়েছে শেষ ওয়ানডে শুরুর সময়।
ওয়ানডের পর অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ২৭ মার্চ থেকে শুরু হবে ২০ ওভারের সিরিজের লড়াই। সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি হবে ২৯ ও ৩১ মার্চ। এই সিরিজটি হবে চট্টগ্রামে। এরপর ৪ এপ্রিল থেকে শুরু হবে সিরিজের একমাত্র টেস্ট ম্যাচ। টেস্টের ভেন্যু মিরপুর।
আয়ারল্যান্ড ওয়ানডে দল: আন্দ্রে বালবির্নি, মার্ক এডায়ার, কার্টুস কাম্পার, গ্যারেথ ডিলানি, জর্জ ডকরেল, স্টিফেন দোহেনি, গ্রাহাম হিউম, ম্যাথু হাম্পিরেস, ফিওন হ্যান্ড, আন্দ্রে ম্যাকব্রিনি, বেরি ম্যাককার্টি, পল র্স্টালিং, হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট।
আয়ারল্যান্ড টি-টোয়েন্টি দল: আন্দ্রে বালবির্নি, মার্ক এডায়ার, রস এডায়ার, কার্টুস কাম্পার, গ্যারেথ ডিলানি, জর্জ ডকরেল, গ্রাহাম হিউমি, ম্যাথু হাম্পিরেস, ফিওন হ্যান্ড, বেরি ম্যাককার্টি, পল র্স্টালিং, হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট, ক্রেগ ইয়ং।
আয়ারল্যান্ড টেস্ট দল: আন্দ্রে বালবির্নি, মার্ক এডায়ার, কার্টুস কাম্পার, মুরি কামিন্স, জর্জ ডকরেল, গ্রাহাম হিউম, ম্যাথু হাম্পিরেস, আন্দ্রে ম্যাকব্রিনি, বেরি ম্যাককার্টি, জেমস ম্যাককালাম, পিজে মুর, হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট, লিওন হ্যান্ড।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post