নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের পয়েন্ট তালিকায় সকার ক্লাব ফেনী থেকে এক ধাপ উপরে পাঁচে অবস্থান করছে চট্টগ্রাম আবাহনী। ছয়ে থাকা প্রতিপক্ষ সকার ক্লাব ফেনীকে মঙ্গলবার ১-০ গোলের জয় নিয়ে এগিয়েই থাকলো চট্টগ্রাম আবাহনী। পিছনে থাকা সকার ক্লাব পারলো জয় নিয়ে এগিয়ে যেতে।
সিলেট জেলা স্টেডিয়ামে মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় অনুষ্টিত ম্যাচে শুরু থেকেই নান্দনিক ফুটবল খেলে দু’দলই। আক্রমণ পাল্টা আক্রমণ করে খেললেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোন দলই।
তারকা ফুটবলার জাহিদের দেওয়া একমাত্র গোলেই এগিয়ে থেকেছে চট্টগ্রাম আবাহনী। ম্যাচের শুরু থেকেই ধীরলয়ে খেলতে থাকে দু’দল। কারো মধ্যেই দেখা যায়নি গোলের খিদে। গোল শুন্য সমতায় রেখে বিরতিতে যায় চট্টলা আবাহনী-ফেনী সকার।
দ্বিতীয়ার্ধে গোল দিয়ে এগিয়ে যেতে চেষ্টা করতে থাকে চট্টগ্রাম আবাহনী লিমিটেড। চট্টগ্রামের আক্রমণের জবাবে কিছুটা পাল্টা আক্রমণে যায় ফেনী সকার। তবে গোলের দেখা পায়নি।
ম্যাচের ৬৫ মিনিটে এগিয়ে যায় চট্টগ্রাম আবাহনী। আবাহনীর তারকা স্ট্রাইকার জাহিদ গোল করে এগিয়ে দেন দলকে। গোল খেয়ে পিছিয়ে পড়ে আর তা শোধ করতে পারেনি ফেনী সকার। বেশ কয়েকটি আক্রমণ করলেও তারা চিড় ধরাতে পারেনি চট্টগ্রামের ডিফেন্সে। ফলে শেষ পর্যন্ত ১-০ গোলের জয়ে এগিয়ে থেকে মাঠ ছাড়ে চট্টগ্রাম আবাহনী।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০