সিলেটে এসেই উইকেট দেখতে মাঠে সাকিব-হাথুরু

0
91
ছবি সংগৃহিত।

নিজস্ব প্রতিবেদকঃ টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দল বুধবার দুপুরে পৌঁছে সিলেটে। একইসাথে আফগানিস্তান দলও এসে চায়ের নগরীতে। চট্টগ্রামে ওয়ানডে সিরিজ খেলে দু’দল। আর সেই সিরিজ শেষ হয়েছে মঙ্গলবার। তিন ম্যাচের সিরিজটি বাংলাদেশ হেরেছে ২-১ ব্যবধানে।

চট্টগ্রামে ওয়ানডে সিরিজ শেষ করেই বুধবার সেখান থেকে সরাসরি সিলেটের উদ্দেশ্যে রওনা দেয় বাংলাদেশ ও আফগানিস্তান দল। সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুপুর ১টার দিকে এসে পৌঁছায় সাকিব আল হাসান, রশিদ খানরা। সিলেটে অবতরণ করার কিছুক্ষণ আগেই বৃষ্টি আসে। আর তাই বৃষ্টি মাথায় করেই এয়ারপোর্টের একেবারে কাছে পাঁচ তারকা হোটেল দুই দল উঠে।

তবে হোটেল ছেড়ে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দেখা টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব ও প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহেকে। দুপুরে কোচ-অধিনায়ক মিলে সিলেট স্টেডিয়ামের উইকেট দেখতে আসেন। উইকেট দেখে চলে যান টিম হোটেলে। তাদের সঙ্গে অবশ্য টি-টোয়েন্টি দলে থাকা নাসুম আহমেদকেও দেখা যায় মাঠে। তিনি মূলত অনুশীলন করতে আসেন।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৪ জুলাই, শুক্রবার শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। এরপর একই মাঠে ১৬ জুলাই দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ ও আফগানিস্তান। আসন্ন এই সিরিজের টিকিট মূল্য তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সর্বনিম্ন টিকিট মূল্য রাখা হয়েছে ২০০ টাকা। বিসিবি এক বিজ্ঞপ্তিতে টিকিট মূল্যের কথা জানিয়েছে। টিকিট পাওয়া যাবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও রিকাবিবাজারের সিলেট জেলা স্টেডিয়ামের টিকিট কাউন্টারে। প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত চলবে টিকিট বিক্রি।

অর্থাৎ ম্যাচের আগের দিন ১৩ জুলাই থেকে শুরু হবে টিকিট বিক্রি। টিকিট প্রাপ্যতা সাপেক্ষে ম্যাচের দিনও টিকিট কেনার সুযোগ রয়েছে। সিলেটের ওয়েস্টার্ন গ্যালারি ও গ্রিনহিল এলাকার টিকিটমূল্য ধরা হয়েছে সর্বনিম্ন ২০০ টাকা। ইস্টার্ন গ্যালারির টিকিটের মূল্য ৩০০, ক্লাব হাউসের ৫০০ এবং গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটমূল্য ধরা হয়েছে সর্বোচ্চ ১৫০০ টাকা।

বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়াড-

সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, রনি তালুকদার, নাজমুল হোসাইন শান্ত, তাওহিদ হৃদয়, শামিম হোসাইন, আফিফ হোসাইন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও রিশাদ হোসাইন।

আফগানিস্তান টি-টোয়েন্টি স্কোয়াড-

রহমানউল্লাহ গুরবাজ, হজরত উল্লাহ জাজাই, মোহাম্মদ শাহজাদ, ইব্রাহিম জাদরান, মোহাম্মদ নবী, নজিবুল্লাহ জাদরান, রশিদ খান (অধিনায়ক), মুজিব-উর রহমান, সাদিক আতাল, করিম জানাত, আজমতউল্লাহ ওমরজাই, ফজল হক ফারুকি, নিজাত মাসুদ, ওয়াফাদার মোহাম্মদ, ফরিদ আহমেদ মালিক ও নুর আহমদ।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here