নিজস্ব প্রতিবেদকঃ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন পুণ্যভূমি সিলেটে। বৃহস্পতিবার দুপুর ১২টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে টাইগারদের বহনকারী বিমানটি। আগামী ১৮ মার্চ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে আইরিশদের বিপক্ষে টাইগারদের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ।
বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করার পর বেশ ফুরফুরে মেজাজে বাংলাদেশ। তবে ইংলিশদের সঙ্গে সিরিজ শেষ হতে না হতেই আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে স্বাগতিকরা। সে লক্ষ্যেই সিলেটে এখন তামিম ইকবালের দল। এদিকে এই সিরিজের জন্য ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সিলেটে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বিদেশি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবে রড টাকার। তিন ম্যাচে তার সঙ্গী হবেন যথাক্রমে শরফুদৌল্লা ইবনে সৈকত, মাসুদুর রহমান মুকুল ও গাজী সোহেল। সিলেটে ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজ খেলতে চট্টগ্রাম যাবে দু’দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৭, ২৯ ও ৩১ মার্চ মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ। এই সিরিজের ম্যাচ আম্পায়ারদের তালিকা এখনও প্রকাশ করেনি বিসিবি।
সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটি মিরপুরে। এই টেস্টে মাঠে আম্পায়ার হিসেবে থাকবেন পাকিস্তানের আলিম দার ও বাংলাদেশের শরফুদৌল্লা ইবনে সৈকত। টিভি আম্পায়ার হিসেবে থাকবেন পাকিস্তানের আহসান রাজা। এই ম্যাচটি মাঠে গড়াবে আগামী ৪ এপ্রিল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post