স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে সংস্করণ শুরু হচ্ছে আগামী ৯ জানুয়ারি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও গ্রাউন্ড-২’এ হবে ওয়ানডে ফরম্যাটের এবারের লিগ। আসন্ন এই লিগে খেলতে আজ ভোরে দেশে ফিরেছেন সাকিব আল হাসান।
পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষে পরিবারের সাথে সময় কাটাতে গত ২৩ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওয়ানা দিয়েছিলেন সাকিব। বড় দিন ও নতুন বছর উদযাপন করেছেন পরিবারের সাথেই। এবার যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।
বিসিএলের ওয়ানডে ফরম্যাটে সাকিব খেলবেন ওয়ালটন সেন্ট্রাল জোনের হয়ে। সাকিবের দেশে ফেরা প্রসঙ্গে দলটির ম্যানেজার মিলটন আহমেদ বলেন, ‘সাকিব আজ ভোরে দেশে এসে পৌঁছেছে। আমাদের সঙ্গে কথা হয়েছে। এখন সে ঘুমাচ্ছে। টিমের সঙ্গে কখন যোগ দেবে সে জানাবে শীঘ্রই।’
বিসিএল ৯, ১১ ও ১৩ জানুয়ারি সিলেটের দুটি মাঠে হবে। ১৫ জানুয়ারির ফাইনালের ভেন্যু এখনো ঠিক হয়নি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০