নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে তিনটি আনঅফিসিয়াল টেস্টের সিরিজ খেলতে এখন সিলেটে অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল। শুক্রবারই শেষ হয়েছে সিরিজের প্রথম চার দিনের ম্যাচ। যেটি কিনা ড্র’তে নিষ্পত্তি হয়েছে।
যদিও ম্যাচটিতে দারুণ পারফর্ম্যান্স উপহার দিয়েছে ক্যারিবিয়ানরা। ম্যাচের একেবারে শেষ মূহুর্ত পর্যন্ত চেপে ধরেছিল বাংলাদেশকে। স্বাগতিকদের ফেলেছিল ইনিংস হারের শঙ্কায়। যদিও শেষ পর্যন্ত আর সেটি হয়নি। হারের মুখ থেকে বেঁচে ফিরে ম্যাচ ড্র করে নেয় টাইগাররা।
ম্যাচের পরদিন, কোনো অনুশীলন নেই। শনিবার তাই অফুরন্ত সময় ক্রিকেটারদের মাঝে। এর মাঝেই ক্যারিবিয়ান ক্রিকেট দলের একাংশ বেরিয়ে পড়লেন সিলেট শহরে। ঘুরে বেড়িয়ে আর শপিংয়ে সময় কাটিয়েছেন।
এসময় শিবনারায়ণ চন্দরপলের ছেলে তেজনারায়ণ চন্দরপল, স্পিনার গুদাকেশ মতিসহ আরও ক্রিকেটার, কোচিং স্টাফ, টিম ম্যানেজম্যান্টের সদস্যরা সিলেটের ক্রীড়াসামগ্রী প্রতিষ্ঠানে কেনাকাটা করেন। যদিও অধিনায়ক জশুয়া ডা সিলভা, ব্রেন্ডন কিং, রেইমন রেইফারসহ অনেকে টিম হোটেলে বিশ্রামেই কাটিয়ে দেন দিন।
রোববার অনুশীলন রয়েছে উইন্ডিজ ‘এ’ দলের। সকাল ১০টার দিকে অনুশীলন শুরু করার কথা দলটির। আগামী ২৩ মে শুরু হবে সিরিজের দ্বিতীয় চার দিনের ম্যাচ। আর শেষ ম্যাচ শুরু হবে আগামী ৩০ মে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা