নিজস্ব প্রতিবেদক:: শুরুর ধাক্কা সামলিয়ে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম বড় সংগ্রহের পথে এগুচ্ছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। প্রথম দিনের দেড় সেশনেই তিন হাফ সেঞ্চুরি তুলে নিয়েছে দলটি। জোড়া হাফ সেঞ্চুরিয়ানের ব্যাটে বড় সংগ্রহের পথে সফরকারীরা।
টস হেরে ফিল্ডিংয়ে নামা টাইগাররা দ্রুতই তুলে নিয়েছে দুই উইকেট। ইনিংসের দ্বিতীয় ওভারের তৃতীয় বলেই শরিফুল ফিরিয়ে দেন ক্যারিবিয়ান ওপেনার ক্রিক ম্যাকেঞ্জিকে। দলের রানের খাতা খুলার আগেই শুন্য রানে সাজঘরে ফিরেন এই ওপেনার।
শরিফুলের পরপরই উইকেটে আঘাত হানেন তরুণ পেসার মুশফিক হাসান। ইনিংসের তৃতীয় ওভারের তৃতীয় বলে তিনি ফিরিয়ে দেন জ্যাচএম ম্যাককাস্কিকে। দলীয় ২ রানেই দ্বিতীয় উইকেট হারায় সফরকারীরা। তিনে নামা এই ব্যাটার ৬ বলে এক রান তুলেই প্যাভেলিয়নের পথ ধরেন।
দ্রুত দুই উইকেট পতনের পর কিছুটা ঘুরে দাঁড়ায় দলটি। হাফ সেঞ্চুরি তুলে নেন অ্যালিক স্টিভেন। ব্যক্তিগত ৫৯ রানে তাকে থামান নাসুম আহমদ। দলীয় ৮৩ রানে তিন উইকেট হারায় উইন্ডিজরা। শুরু থেকেই এক প্রান্ত আগলে রেখা ওপেনার তেজনারায়ণ চন্দরপল ও অধিনায়ক জশুয়া ডি সিলভার ব্যাটে ঘুরে দাঁড়ায় দলটি।
চতুর্থ উইকেটে দু’জনে অপরাজিত আছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১১০ রানের জুটি গড়ে অপরাজিত আছেন। ৬৮ রানে জশুয়া ডি সিলভা ও ৬৩ রানে তেজনারায়ণ চন্দরপল অপরাজিত আছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০