নিজস্ব প্রতিবেদকঃ আগামী ২০ থেকে ২৮ মার্চ সিলেট জেলা স্টেডিয়ামে তিন জাতির ফুটবল সিরিজের আয়োজন করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। স্বাগতিক বাংলাদেশ ছাড়াও সেখানে খেলার কথা ছিল ব্রুনাই ও সিশেলসের। তবে শেষ মূহুর্তে এসে দুঃসংবাদ শুনিয়েছে বাফুফে।
ত্রিদেশীয় ফুটবল সিরিজ খেলতে বাংলাদেশে আসছে না ব্রুনাই জাতীয় ফুটবল দল। এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। তবে ঠিক কী কারণে আসছে না ব্রুনাই, সেটা সম্পর্কে বিস্তারিত জানাননি তিনি।
ব্রুনাই না আসলেও, সিশেলস ঠিকই আসছে বাংলাদেশে। আর তাই সিশেলসের বিপক্ষে দুটি প্রীতি ফুটবল ম্যাচ খেলবে জামাল ভূঁইয়ারা। দুই ম্যাচের সিরিজ হবে বলেই জানিয়েছেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।
আগামী ২৫ মার্চ প্রথম ম্যাচ এবং ২৮ মার্চ দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ ও সিশেলস। নির্ধারিত সময়েই সিশেলস খেলতে আসবে। আর পূর্বে ঠিক করা ভেন্যু সিলেট জেলা স্টেডিয়ামেই হবে ম্যাচ। এই সিরিজকে সামনে রেখে সৌদি আরবে এখন ক্যাম্প করছে হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post