স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন আফগানিস্তানের পেসার নাভিন উল হক। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ১৪ ও ১৬ জুলাই দুই ম্যাচ সিরিজের টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ-আফগানিস্তান। সেই সিরিজে হাঁটুর চোটে খেলা হচ্ছে না ডানহাতি পেসার নাভিনের। তার বদলি হিসেবে সুযোগ পেয়েছেন নিজাত মাসুদ। আজ এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, নাভিন অস্ত্রোপচারের জন্য যাবেন যুক্তরাজ্যে। তাঁর বদলি হিসেবে টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন মাসুদ। আফগানদের হয়ে ইতোমধ্যে তিনটি টি-টোয়েন্টি খেলে ফেলেছেন তিনি। অভিষেক হয়েছে টেস্টেও। এবার সুযোগ পেলেন টি-টোয়েন্টিতে। নিজের অভিষেক টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট নেয়ার কীর্তি গড়েছিলেন মাসুদ।
বাংলাদেশ টি-টোয়েন্টি দল-
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন ও আফিফ হোসেন ধ্রুব।
আফগানিস্তান টি-টোয়েন্টি দল-
রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, হযরতউল্লাহ জাজাই, মোহাম্মদ শাহজাদ, ইব্রাহিম জাদরান, মোহাম্মদ নবি, নাজিবউল্লাহ জাদরান, সেদিক অটল, করিম জানাত, আজমতউল্লাহ ওমরজাই, ফজল হক ফারুকী, নিজাত মাসুদ, ওয়াফাদার মোমান্দ, ফরিদ আহমেদ মালিক, নুর আহমেদ ও মুজিব উর রহমান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০