নিজস্ব প্রতিবেদক:: ২৬তম জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচে বড় জয় পেয়েছে ঢাকা মেট্রো। সিলেট ক্রিকেট স্টেডিয়াম গ্রাউন্ড দুইয়ে বরিশাল বিভাগকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে দলটি। দুই সেঞ্চুরিয়ান আইচ মোল্লা ও মার্শাল আইয়ুব ঢাকা মেট্রোর জয়ে রেখেছেন বড় অবদান।
আগে ব্যাট করতে নামা ঢাকা মেট্রো দুই সেঞ্চুরিয়ানের ব্যাটে চড়ে ৫ উইকেটে ৪০৮ রান তুলে নিজেদের প্রথম ইনিংস ডিক্লেয়ার করে। দলের হয়ে ইনিংস সর্বোচ্চ ১২৭ রান করেছেন অধিনায়ক মার্শাল আইয়ুব। ১৫ চার ও ১ ছক্কায় ১৯৯ বলে সাজানো ছিলো তার ইনিংসটি। আরেক সেঞ্চুরিয়ান আইচ মোল্লা করেছেন ১২২ রান। ২৫০ বলের ইনিংসে ১৫ চার ও ১ ছক্কা হাঁকিয়েছেন তিনিও।৫০ রানে অপরাজিত ছিলেন শামসুর রহমান শুভ। বরিশালের হয়ে কামরুল ইসলাম রাব্বি ২টি, রুয়ের মিয়া ও মনি খান ১টি করে উইকেট লাভ করেন।
জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নামা বরিশাল সিয়ামের পাঁচ উইকেটে মাত্র ২১৯ রানেই গুটিয়ে যায়। ব্যাট হাতে ইফতেখার হোসেন ইফতি কেবল লড়াই করেন। করেন ইনিংস সর্বোচ্চ ৯৮ রান। ১৭৭ বলে সাজানো ইনিংসটিতে দশটি বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি। ৩৫ রান করেছেন মঈন খান। ২৬ রান করেছেন তানভীর ইসলাম। ২৩ রান করেছেন আব্দুল মজিদ। ঢাকা মেট্রোর হয়ে আশরাফুল ইসলাম সিয়াম ৫টি, আরিফ আহমদ ও মানিক খান ২টি করে উইকেট লাভ করেন।
ফলোঅনে পড়ে বরিশার আবারো ব্যাট করতে নামে নিজেদের দ্বিতীয় ইনিংসে। এবারো বেশি রান করতে পারেনি দলটি। মাত্র ২৫১ রানেই গুটিয়ে যায়। ব্যাট হাতে লড়াই করেছেন তাসামুল হক। ইনিংস সর্বোচ্চ ৬২ রান এসেছে তার ব্যাট থেকে। ৪২ রান করেছেন মঈন খান। সোহাগ গাজীর ব্যাট থেকে এসেছে ৩৬ রান্ ৩৫ রান করেছেন অধিনায়ক ফজলে রাব্বি্ ২৮ রান করেছেন আব্দুল মজিদ। ঢাকা মেট্রোর হয়ে শহীদুল ইসলাম ও আশরাফুল ইসলামরা ৩টি করে উইকেট লাভ করেন।
মাত্র ৬৩ রানের টার্গেট পায় ঢাকা মেট্রো। অল্প রানের টার্গেটে ব্যাট করতে নামা দলটি দুই উইকেট হারিয়ে সহজ জয় তুলে নেয়। ১১ রান করে স্বেচ্ছায় মাঠ ছেড়ে যান ওপেনার ইমরানুজ্জামান। ১৪ রানে অধিনায়ক মার্শাল আইয়ুব ও ১৫ রানে শামসুর রহমান শুভ অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন। বরিশালের হয়ে রুয়ের মিয়া ও তানভীর ইসলাম ১টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০