সিলেটে নতুন ইতিহাস গড়তে থাইল্যান্ডের প্রয়োজন ১৪৯ রান

0
96

নিজস্ব প্রতিবেদক:: এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করে আগেই নিজেদের ক্রিকেট ইতিহাসে রাঙিয়ে নিয়েছে থাইল্যান্ড। এবার ভারতের বিপক্ষে ১৪৯ রান তুলতে পারলেই নতুন করে ইতিহাস করবে থাই মেয়েরা। প্রথমবারের মতো জায়গা করে নেবে এশিয়া কাপের ফাইনালে।

বৃহস্পতিবার সকালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে থাইল্যান্ড টস জিতে ভারতকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায়। স্মৃতি মান্দানারা আগে ব্যাট করে ৬ উইকেটে ১৪৮ রান তুলেছে।

ভারতের হয়ে ইনিংস সর্বোচ্চ ৪২ রান করেন ওপেনার শেফালি বার্মা। ২৮ বলে পাঁচ চার ও এক ছয়ে নিজের ইনিংসটি সাজান তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রান করেছেন অধিনায়ক হারমানপ্রীত কাউর। ৩০ বলের চারটি চারও হাঁকিয়েছেন ভারতের অধিনায়ক। এছাড়াও ২৭ রান করেছেন জেমিমাহ। ১৭ রানে অপরাজিত থাকেন পূজা।

থাইল্যান্ডের হয়ে স্বর্ণানিন ৩টি উইকেট লাভ করেন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here