কাইয়ুম আল রনি:: আরো একবার ইতিহাসের সামনে বাংলাদেশ। বড় অর্জনের পথে এগুচ্ছে টাইগাররা। আর মাত্র তিন উইকেট। শনিবার ২১৮ রানের মধ্যে নিউজিল্যান্ডের তিন উইকেট তুলে নিতে পারলো মাউন্ট ম্যাঙ্গানুয়ের স্মৃতি সিলেটে আনবে বাংলাদেশ দল।
অভিষেক টেস্টে বড় হারের পর দ্বিতীয় টেস্টে বড় জয়ের অপেক্ষা বাংলাদেশ। ৩৩২ রানের টার্গেটে চতুর্থ ইনিংসে ব্যাট করতে নামা টিম সাউদিরা চতুর্থ দিন শেষ করেছে সাত উইকেটে ১১৩ রান তুলে।
তাইজুলময় বিকেলে বাংলাদেশ স্বপ্ন দেখছে আরো একটি জয়ের। আরো একবার টেস্ট ক্রিকেটের প্রভাবশালী নিউজিল্যান্ডকে হারানোর। শেষ দিনে বাকী থাকা তিন উইকেট তুলে নিলো সিলেটের দ্বিতীয় টেস্টকে জয়ে রাঙাতে চায় টাইগাররা।
ম্যাচ জিততে বাংলাদেশের দরকার ৩ উইকেট। নিউজিল্যান্ডের দরকার ২১৯ রান। এর আগে রান তাড়ার শুরুতেই উইকেট হারিয়েছে কিউইরা। ইনিংসের প্রথম ওভারেই দারুণ ডেলিভারিতে টম লাথামকে ফেরান শরিফুল ইসলাম। অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা মেরে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন বাঁহাতি ওপেনার। রানের খাতাই খুলতে পারেননি লাথাম।
কেন উইলিয়ামসন ও হেনরি নিকোলসও টিকতে পারেন নি। লক্ষ্য তাড়ায় চা বিরতির আগে ১৭ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩৭ রান করে নিউজিল্যান্ড। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও বল হাতে জাদু দেখান বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন, টম ব্লান্ডেল ও কাইল জেমিসনকেও ফেরান তিনি।
একপ্রান্ত আগলে রেখে ড্যারেল মিচেল অপরাজিত রয়েছেন ৪৪ রানে। শেষ ভাগে রিভিউ নিয়ে বেঁচে যাওয়া ইশ সোধি খেলছেন ৭ রানে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/00
Discussion about this post