স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ সফরে দুই টেস্টের সিরিজের আগে একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল নিউজিল্যান্ড দলের। কিন্তু সেটি বাতিল করেছে তাসমান সাগরপাড়ের দেশটি। মূলত বিশ্বকাপের ক্লান্তির কথা মাথায় রেখে এই ম্যাচ খেলতে চাইছে না কিউইরা।
আগামী ২৩ ও ২৪ নভেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল নিউজিল্যান্ডের। তবে বিশ্বকাপের ক্লান্তির কথা চিন্তা করে বিসিবিকে সেই প্রস্তুতি ম্যাচটি বাদ দেয়ার অনুরোধ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। বিসিবি অবশ্য নিউজিল্যান্ডের প্রস্তাবে দ্বিমত করেনি। সফরকারীদের কথা মাথায় রেখে তারাও ম্যাচটি বাতিল করেছেন।
এ ব্যাপারে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের সহকারী ব্যবস্থাপক শাহরিয়ার নাফীস গণমাধ্যমকে বলেন, ‘নিউজিল্যান্ডের বিশ্বকাপ তো লম্বা হয়ে যাচ্ছে। তারা তাই দুই দিনের প্রস্তুতি ম্যাচটা খেলতে চাচ্ছে না।’ আগামী ২৮ নভেম্বর সিলেটে শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। এ ম্যাচ দিয়ে পাঁচ বছর পর সিলেটে টেস্ট ক্রিকেট ফিরবে। আগামী ৬ ডিসেম্বর সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ শুরু হবে মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে। দুটি টেস্টই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
বাংলাদেশ সফরে নিউজিল্যান্ড টেস্ট দল: টিম সাউদি (অধিনায়ক), টম ব্লান্ডেল, ডেভন কনওয়ে, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, এজাজ প্যাটেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, কেইন উইলিয়ামসন, উইল ইয়াং।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post