সিলেটে ফুটবল বিপিএল, ড্রয়েই ‘বন্দী’ মোহামেডান

0
26

নিজস্ব প্রতিবেদক: ড্র’র বৃত্ত থেকে যেনো বেরুতে পারছে না ঢাকার ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান। দিন দিন যেনো জৌলসই হারাচ্ছে দলটি। প্রিমিয়ার লিগের এক সময়ের ঢাকার প্রভাবশালী ক্লাবটির অবস্থা খুবই নাজুক।

সাত ম্যাচে পাঁচ ড্রয়ের সঙ্গী দুই হার। আগের ম্যাচে চিরপ্রতিদ্বন্ধী আবাহনীর কাছে ৩-০ গোলের ধরাশয়ী, মোহামেডান যেনো আর মোহামেডান নয়, হয় গেছে পাড়ার ক্লাব।

সিলেটে এসেও তাদের ড্রয়ের ভাগ্যে বদলালো না। দুর্বল আরামবাগের সঙ্গে গোল শুন্য ড্র নিয়েই থাকতে হয়েছে দলটিকে।

ভেন্যু বদলেছে, প্রথমবারের মত বিপিএলে সিলেটের মাঠে খেলতে নেমেছে মোহামেডান, বদলিয়েছে নিজেদের পোশাক। কিন্তুু বদলাতে পারেনি ভাগ্যকে।

সিলেট জেলা স্টেডিয়ামে সোমবার রাত সাড়ে ৭টায় অনুষ্টিত ম্যাচে ভাগ্যকে পাশে পায়নি মোহামেডান। তাদের বেশ কয়েকটি সহজ গোল মিস হয়েছে। ম্যাচের ৭৮ মিনিটে মোহামেডানের অধিনায়ক ইসমাইল পারতেন দলকে এগিয়ে দিতে। কিন্তুু ভাগ্য পাশে ছিল না, যারকারণে তার বলটি গোলবারে লেগে ফিরে আসে।

এভাবে ম্যাচে বেশ কয়েকটি সুযোগ মিস করেছে মোহামেডান। নামে জৌলসধারী দলটিকে ঠিকই আটকে দিয়েছে আরামবাগ।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here