স্পোর্টস ডেস্কঃ সিলেটের বন্যা পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। তলিয়ে গেছে সড়ক, বাড়িঘরে ঢুকেছে বন্যার পানি। বিদ্যুৎ সংযোগ এবং যোগাযোগ ব্যবস্থাপনা বিপর্যস্ত। বন্যার্তদের উদ্ধারে সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছে। এই প্রাকৃতিক দুর্যোগের ক্ষণে সিলেটবাসীর জন্য মনে কাঁদছে বাংলাদেশের সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার।
সামাজিক যোগাযোগ মাধ্যমে শনিবার রাতে একটি পোস্টে মাশরাফী লিখেন, ‘যে আঙিনা সবসময় মুখরিত থাকে ধর্মপ্রাণ মানুষ আর সৌন্দর্যপিপাসুদের আনাগোনায়, সেই সিলেট-সুনামগঞ্জ আজ বিপর্যস্ত স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায়। চরম এই বিপদে দুর্ভোগে পড়া মানুষদের সমব্যথী আমরাও।’
‘জানি, বাস্তবতা অনেক কঠিন। তবু ধৈর্য রেখে হাল না ছেড়ে চালিয়ে যেতে হবে জীবনের লড়াই। এই সময়গুলোতেই প্রমাণ করতে হয় যে ‘মানুষ মানুষের জন্য।’ সবাই যে যতটা পারি, আমরা যেন দুর্গতদের পাশে থাকি ও সহায়তা করি। মহান আল্লাহ নিশ্চয়ই আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করবেন দ্রুত।’