সিলেটে বৃষ্টি, টস হয় নি বাংলাদেশ-উইন্ডিজ ‘এ’ দলের ম্যাচে

0
35

নিজস্ব প্রতিবেদকঃ মঙ্গলবার সকাল ১০টায় শুরু হওয়ার কথা বাংলাদেশ ‘এ’ দল ও উইন্ডিজ ‘এ’ দলের মধ্যকার দ্বিতীয় চারদিনের ম্যাচ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দুই নম্বর মাঠে এই ম্যাচের টস অবশ্য নির্ধারিত সময়ে হয় নি। বৃষ্টির কারণে সকাল থেকে মূল উইকেটের কভার ঢাকা রয়েছে।

সকাল ৮টার খানিক আগেই মাঠে চলে আসে উইন্ডিজের ক্রিকেটাররা। বৃষ্টি না থাকায় কয়েকজন তখন গা গরম করে নেন। এরপরই হানা দেয় গুঁড়িগুঁড়ি বৃষ্টি। যা এই প্রতিবেদন লেখা পর্যন্ত চলমান। সকাল সাড়ে ৯টায় হওয়ার কথা ছিল টস। কিন্তু নির্ধারিত সময়ে টস-ম্যাচ শুরু হচ্ছে না, এটা নিশ্চিত ভাবেই বলা যায়।

বৃষ্টির জন্য বাংলাদেশ দল সকাল সাড় ৮টায় এসেছে মাঠে। টিম বাস থেকে নেমে ড্রেসিং রুমে চলে যান আফিফ হোসেন-খালেদ আহমেদরা। এর আগে দু’দলের প্রথম চারদিনের ম্যাচটি ড্র হয়। বৃষ্টি বাঁধায় সুবিধা হয়েছিল স্বাগতিকদের। ফলো অনে পড়লেও বৃষ্টি আর জাকের আলি অনিক বীরত্বে ম্যাচ ড্র করতে পারে আফিফের দল।

এদিকে দ্বিতীয় চারদিনের ম্যাচে দলে পরিবর্তন এসেছে বাংলাদেশের। পেসার রেজাউর রহমান রাজা ও উইকেটরক্ষক অনিক চোটের কারণে ছিটকে গেছেন। তাদের দুজনকে ছেড়ে দেওয়া হয়েছে। দলে নেওয়া হয়েছে পেসার খালেদ আহমেদ ও উইকেটরক্ষক ইরফান শুক্কুরকে। বিসিবি এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মূল মাঠে প্রথম ম্যাচে পেসার রাজা প্রথম ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন। অন্যদিকে ফর্মে থাকা অনিক অনুশীলনের সময় হেলমেটে আঘাত পান। তাঁকে পর্যবেক্ষণে রাখবে বিসিবি। দলে দুজনই মঙ্গলবার শুরু হওয়া দ্বিতীয় চারদিনের ম্যাচে খেলতে পারবেন না।

দ্বিতীয় চারদিনের ম্যাচে বাংলাদেশ ‘এ’ দল: আফিফ হোসেন (অধিনায়ক), জাকির হাসান, সাদমান ইসলাম, সাইফ হাসান, নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, ইরফান শুক্কুর, শাহাদাত হোসাইন দিপু, নাঈম হাসান, তানভির ইসলাম, রিশাদ হোসাইন, মুশফিক হাসান, খালেদ আহমেদ, তানজিম হাসান সাকিব ও রিপন মন্ডল।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here