নিজস্ব প্রতিবেদকঃ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও আফগানিস্তানে মধ্যকার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি বৃষ্টি বাঁধার পর শুরু হয়েছে। কার্টেল ওভারে ১৭ ওভারের ম্যাচ শুরু হয়েছে রাত সোয়া ৮টায়। ইনিংসের নবম ওভারে দুইবার জীবন পান আফগান ব্যাটার মোহাম্মদ নবি।
বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের বলে কভারে ক্যাচ মিস করেন অধিনায়ক সাকিব আল হাসান। পরের বলে উইকেট কিপার ব্যাটার লিটন দাস নিতে পারেন নি নবির ক্যাচ। টানা দুই বলে দুই ক্যাচ মিসে উইকেট পাওয়া হয় নি নাসুমের। এরপরের ওভারেই অবশ্য নবিকে ফিরিয়েছেন মুস্তাফিজ।
মুস্তাফিজের স্লোয়ারে কট-বিহাইন্ড হয়েছেন নবি। দু০বার জীবন পেয়ে ১৬ বলে ২২ রান করে থামতে হলো তাঁকে। ৪৮ রানে তৃতীয় উইকেট পড়েছে তাদের। এরপর জোড়া আঘাত হানেন সাকিব। ফেরান ইব্রাহিম জাদরান ও নাজিবউল্লাহ জাদরানকে। ২৭ বলে ২২ রান করেন ইব্রাহিম। আর নাজিবউল্লাহর ব্যাট থেকে আসে মাত্র ৫ রান।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ১৬ রানে ২ উইকেট হারায় আফগানিস্তান। এরপর ৭.২ ওভারের সময় বৃষ্টি হানা দেয় সিলেট স্টেডিয়ামে। বৃষ্টির পর নতুন ওভারে শুরু হয় খেলা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০