স্পোর্টস ডেস্ক:: সুইজারল্যান্ডের বিপক্ষে ১-০ গোলের জয়ে ব্রাজিলের সুপার সিক্সটিন নিশ্চিত হয়েছে। গত রাতে ম্যাচটি শেষে সিলেট নগর যেনো উৎসবের নগরে পরিণত হয়। ব্রাজিলিয়ান সমর্থকেরা অলি-গলিতে আনন্দ মিছিল বের করেন, আতশবাজি ফোঁটান।
নগরের শাহজালার উপশহরেও ব্রাজিল সমর্থকদের ছোট ছোট মিছিল বের করা হয়। এসময় একটি মিছিল থেকে আর্জেন্টাইন সমর্থকের গাড়ী ভঙচুরের করা হয়। ভাঙা হয় একটি দোকানও। ঘটনাটি ঘটেছে ব্রাজিলের ম্যাচ শেষে।
নেইমার বিহীন ব্রাজিল সুইজারল্যান্ডের বিপক্ষে কাসেমিরোর দারুণ এক গোলে ১-০ ব্যবধানে জয় তুলে নেয়। সুইডিশদের বিপক্ষে এটাই ব্রাজিলের প্রথম জয় বিশ্বকাপের মঞ্চে। এর আগে আরো দু’বার দেখা হলেও সুইজারল্যান্ডের বিপক্ষে জিততে পারেনি তীতের দল। গত রাতেই সুইডিশদের বিপক্ষে প্রথম জয়ে, বিশ্বকাপের টানা দ্বিতীয় জয় হয় দলটির। সেই সাথে নিশ্চিত হয় নকআউট পর্বও।
ম্যাচের পরপরই একাধিক মিছিল বের হয় উপশহর এলাকায়। সে সময় ই ব্লক এলাকায় একটি দোকানে ভাঙচুর করেন সমর্থকেরা। ভাঙা হয় একটি প্রাইভেট কারও। তবে এনিয়ে পরবর্তীতে আর কোনো সমস্যা হয়নি। মিছিল কারীরা চলে যান যে যার মতো করে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০0