নিজস্ব প্রতিবেদক: জাতীয় ক্রিকেট লিগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় লিগের ম্যাচে চট্টগ্রামের ইয়াসির আরাফাত মিশু পাঁচ উইকেট শিকার করেছেন।
আটে ব্যাট করা চট্টগ্রাম দল ৩শ ৬৮ রান করে। জবাবে দ্বিতীয় ব্যাট করতে নেমে তেমন সুবিধা করতে পারেনি রংপুর। আর তৃতীয় দিনে এসে মিশুর একের পর এক শিকারে খেই হারিয়ে ফেলেছ দলটি।
ইয়াসির আরাফাত মিশু জাতীয় দলের ক্রিকেটার সোহরাওয়ার্দী শুভকে দিয়ে উইকেট শিকার শুরু করেন। এরপর একে একে রংপুরের উদ্বোধনী ব্যাটসম্যান সায়মন আহমদ, নাঈম ইসলাম, আলাউদ্দিন বাবু ও শুভাশিষ রায়কে সাজঘরে পাঠিয়ে পাঁচ উইকেট শিকার করেন মিশু।
প্রথম ইনিংসে চট্টগ্রাম বিভাগের ৩৬৮ রানের জবাবে ৩শ৫৫ রানে থেমেছে রংপুর। এক উইকেট হাতে রেখেই ইনিংস ঘোষণা করেছে রংপুর। দলের পক্ষে তানভীর হায়দারের ৯৭, ধীমান ঘোষের ৮৭ ও সায়মন আহমদের ৫৩ রান করেন ।
ত রোববার শুরু হওয়া ম্যাচের দ্বিতীয় দিনে সোমবার ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল রংপুর বিভাগ। স্কোরকার্ডে ১৫০ রান তুলতেই টপ অর্ডারের ৫ উইকেট হারায় দলটি। ব্যাটিং বিপর্যয়ে পড়া দলটিকে টেনে তুলেন তানভীর ও ধীমান ঘোষ।
টস হেরে রোববার ব্যাট করতে নেমে চট্টগ্রাম ইয়াসির আলীর ৯০, তাসামুল হকের ৫২, মুমিনুল হকের ৪৬ ও নাজিমউদ্দিনের ৪৩ রানের ৩শ৬৮ রান সংগ্রহ করে দলটি।
রংপুর বিভাগের পক্ষে পেসার আলাউদ্দিন বাবু ৩টি, সাজেদুল ইসলাম ২টি এবং সোহরাওয়ার্দী শুভ, মাহমুদুল হাসান, তানভীর হায়দার, সুভাশিষ রায় একটি করে উইকেট পেয়েছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০