নিজস্ব প্রতিবেদক: সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগ-এ নিজেদের প্রথম ইনিংসে সব’কটি হারিয়ে ৬৮ রান তুলেছে মুমিনুল হকের চট্টগ্রাম বিভাগ। এই রান সংগ্রহ করে ১শ৬ ওভার ২ বলে।
চট্টগ্রামের ইয়াসির আলী ৯০ ও তাসামুল হক ৫২ রান করেন। মুমিনুল হক করেন ৪৬ রান।
৩শ৬৮ রানের জবাবে প্রথম ইনিংসে মধ্যাহ্নবিরতির আগে বিনা উইকেটে ২ রান তুলেছে রংপুর বিভাগ।
রোববার শুরু হয় ম্যাচে ৫ উইকেট হারিয়ে ২শ৯৪ রান তুলে চট্টগ্রাম। দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নেমে মধ্যাহৃ বিরতির আগেই ৭৬ রান তুলতে বাকি পাঁচ উইকেট হারায় দলটি।
রংপুর বিভাগের পক্ষে পেসার আলাউদ্দিন বাবু ৩টি, সাজেদুল ইসলাম ২টি এবং সোহরাওয়ার্দী শুভ, মাহমুদুল হাসান, তানভীর হায়দার, সুভাশিষ রায় একটি করে উইকেট পেয়েছেন।
রংপুর বিভাগের সোহরাওয়ার্দী শুভ ও সায়মন আহমদ মধ্যাহ্নবিরতির পর আবারও ইনিংস শুরু করবেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০