নিজস্ব প্রতিবেদকঃ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে অনুশীলন ক্যাম্প। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলছে তিন দিনের সেই অনুশীলন ক্যাম্প। যেখানে প্রথম দিনে ম্যাচ আবহে অনুশীলন সেরেছে বাংলাদেশ দল।
চন্ডিকা হাথুরুসিংহের অধীনে ব্যাটার ও বোলারদের জন্য আলাদা করে পরিকল্পনা করে দেওয়া হয়েছিল। কেমন করে খেলতে হবে, কিভাবে খেলতে হবে পরিস্থিতি বুঝে। এদিনে নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিমরা আক্রমণাত্বক ছিলেন ব্যাট হাতে। নতুন শট খেলার চেষ্টায় দেখা যায় তাদেরকে। সবকিছুই মিলেমিশে তদারকি করছিলেন অধিনায়ক তামিম ইকবাল ও কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
মূলত সিলেটের বাউন্সি উইকেট ও গরম আবহাওয়া থেকে বাচতেই এখানে ক্যাম্প করছে বাংলাদেশ দল। চন্ডিকা হাথুরুসিংহের চাওয়া ছিল সেটাই। সেই চাওয়া অনুযায়ী উইকেট পাওয়াতে প্রশংসা মিলেছে টিম ম্যানেজম্যান্টের পক্ষ থেকেও। প্রথম দিনের অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে, সেই কথাই জানিয়েছেন দলের ক্রিকেটার মৃত্যুঞ্জয় চৌধুরি।
মৃত্যুঞ্জয় বলেন, ‘অনুশীলন যেটি হয়েছে, ম্যাচ আবহে। প্রথম ১০ ওভার কীভাবে খেলতে হবে, শেষে কীভাবে খেলতে হবে। এ অনুযায়ী ব্যাটসম্যানকে যে পরিকল্পনা অনুযায়ী নামানো হয়েছে, তারা সেভাবে ব্যাটিং করেছে। আজ ম্যাচের এমন আবহের সঙ্গেই মানিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে।’
উইকেটের প্রশংসায় মৃত্যুঞ্জয় বলেন, ‘ইংল্যান্ডের উইকেট বাউন্সি। আর এরকম উইকেটের সাথে কিছুটা মিল আছে সিলেটের। এই সুনাম থাকায় এখানে ক্যাম্প করা হচ্ছে। আজ আমরা অনুশীলনে উইকেটে অনেক বাউন্স পেয়েছি। যা আমাদের ইংল্যান্ডের উইকেটে খেলতে বাড়তি সুবিধা দিবে। তবে হুবহু তো আর ইংল্যান্ডের উইকেট আমাদের দেশে পাওয়া যাবে না, তারপরও সিলেটে যতটুকু হয়েছে তাতে আমরা আশাবাদী।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা