সিলেটে রাতারগুল ঘুরলেন শরিফুল, সেলফি তুলতে ঘিরে ধরেন ভক্তরা

0
118

নিজস্ব প্রতিবেদকঃ সিলেটে চলছে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। শুক্রবার প্রথম টি-টোয়েন্টিতে জয়ের পর শনিবার বিশ্রামে কাটিয়েছে পুরো বাংলাদেশ দল। ছিল না কোনো অনুশীলন। আর সেই সুযোগে ক্রিকেটাররা নিজেদের মতো করে সময় কাটিয়েছেন।

এর মধ্যে জাতীয় দলের পেসার শরিফুল ইসলাম সিলেটের অন্যতম জনপ্রিয় পর্যটন স্থান রাতারগুল ভ্রমণ করতে বেরিয়েছিলেন। সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত দেশের একমাত্র মিঠা পানির জলাবন বা সোয়াম্প ফরেস্টে দারুণ সময় কাটিয়েছেন বাঁহাতি এই পেসার।

শনিবার সকালে রাতারগুলের উদ্দেশ্যে রওনা দেন তিনি। ছুটির দিনে ভ্রমণ করেই সময় কাটিয়েছেন। দুপুরের মধ্যেই অবশ্য ফিরে আসেন টিম হোটেলে। রাতারগুল ভ্রমণে গিয়ে অবশ্য খ্যাতির বিড়ম্বনায় পড়েছেন টাইগার তারকা। সেখানে ঘুরতে যাওয়া দর্শনার্থীরা শরিফুলকে চিনতে পেরে ঘিরে ধরে। এসময় ভক্তদের সেলফি কিংবা ছবি আবদার হাসিমুখেই মেটান শরিফুল।

সিলেটে খেলা হলে কিংবা খেলার বাইরে অন্যান্য সময়ে একটু ফাঁকা সুযোগ পেলেই ভ্রমণ করতে বেরিয়ে পড়েন ক্রিকেটার, কোচ কিংবা টিম ম্যানেজম্যান্টের সদস্যরা। এর আগে মাশরাফী বিন মোর্ত্তাজাসহ বিভিন্ন সময় বাংলাদেশ দলের সংশ্লিষ্টরা ঘুরে বেরিয়েছেন সিলেটের দর্শনীয় জায়গাগুলো।

ভ্রমণপিপাসু মানুষদের জন্য সিলেট বরাবরই অন্যতম পছন্দের জায়গা। এখানকার জাফলং, সাদা পাথর, বিছানাকান্দি, পান্থুমাই, রাতারগুলসহ অন্যান্য স্থান দর্শনার্থীদের কাঙ্খিত গন্তব্য। ব্যতিক্রম নয় বাংলাদেশ ক্রিকেট দলের সাথে সংশ্লিষ্টদের কাছেও।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here