নিজস্ব প্রতিবেদকঃ পারদে পারদে উত্তেজনা আর রোমাঞ্চ ছড়িয়ে ভারতকে হারালো পাকিস্তান। সিলেটে নারীদের এশিয়া কাপে ভারতকে ১৩ রানে হারিয়েছে পাকিস্তানের নারীরা। এই নিয়ে ১০ বছর পর ভারতকে টি-টোয়েন্টিতে হারালো পাকিস্তান।
সবশেষ ২০১২-১৩ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে জয়ের দেখা পেয়েছিল পাকিস্তান। এরপর দীর্ঘ সময় কেটে গেলেও, ভারতের বিপক্ষে হারের বৃত্ত থেকে থেকে বের হতে পারেনি পাক শিবির। এবার সেটি কাটিয়ে উঠলো দল।
টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো না হলেও, পরবর্তীতে লড়াকু এক পুঁজি পায় পাকিস্তান। দারুণ ব্যাটিং করে দলকে ভালো সংগ্রহ এনে দিতে সহায়তা করেন নিধা দার। ৩৭ বলে ৫ বাউন্ডারি ও ১ ছক্কায় ৫৬ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি।
তৃতীয় উইকেটে নিধা ৭৬ রানের জুটি গড়ে অধিনায়ক বিসমাহ মারুফের সাথে। আর সেই জুটিই পাকিস্তানকে লড়াইয়ের পুঁজি এনে দেয়। বিসমাহ মারুফ করেন ৩৫ বলে ২ বাউন্ডারিতে ৩২ রান। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৭ রানের পুঁজি পায় পাক শিবির।
ভারতের হয়ে ৪ ওভারে ২৭ রান খরচায় ৩ উইকেট শিকার করেন। পূজা ভাস্কর ২টি ও রেনুকা সিং ১টি করে উইকেত লাভ করেন।
১৩৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও, ধীরে ধীরে ভেঙে পড়ে ভারতের ব্যাটিং লাইনআপ। পাকিস্তানের দুর্দান্ত বোলিং আর ফিল্ডিংয়ে কুপোকাত হয়ে পড়েন ভারতীয় ব্যাটাররা। ইনিংসের দুই বল বাকি থাকতেই আসরের হট ফেবারিটদের ইনিংস গুঁটিয়ে যায় ১২৪ রানে।
১৩ বলে ৩ ছক্কা ও ১ চারে ২৬ রান করে খানিকটা আশার পালে হাওয়া লাগালেও, শেষ পর্যন্ত পারেননি রিচা ঘোষ। রোমাঞ্চ আর উত্তেজনাই কেবল ছড়ায় ম্যাচে। হিমালতা ২২ বলে ৩ বাউন্ডারিতে করেন ২০ রান।
পাকিস্তানের হয়ে ৪ ওভারে ৩০ রান খরচায় নাশরা ৩ উইকেট নেন। সাদিয়া ও নিধা ২টি করে উইকেট লাভ করেন। পাকিস্তানের ফিল্ডিং ছিল দুর্দান্ত। সব মিলিয়ে ৭ ক্যাচ আর ১ রান আউট করেছেন পাকিস্তানের ফিল্ডাররা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা