সিলেটে শুরু হলো ফুটবল বিপিএলের আনুষ্ঠানিকতা

0
38

নিজস্ব প্রতিবেদক: সিলেটে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (ফুটবল বিপিএল)’র আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। দেশের শীর্ষ ১২টি ক্লাবের মাঠের লড়াই এবার সিলেটের মাঠে দেখবেন ফুটবল প্রেমীরা।

মঙ্গলবার সিলেটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্টানিক ভাবে ফুটবল বিপিএলে মতবিনিময় সভা দিয়েই ফুটবল বিপিএলে আনুষ্টানিকতা শুরু হলো। মনবিনিময় সভায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি সালাম মুর্শেদী উপস্থিত ছিলেন।

এছাড়াও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি, বাফুফের কেন্দ্রীয় কার্য্যনির্বাহী পরিষদের সদস্য মাহি উদ্দিন সেলিম সহ মতবিনিময় সভায় সিলেটের ফুটবলের কর্মকর্তারা ছিলেন।

আগামি ২২ সেপ্টেম্বর থেকে শুরু হবে মাঠের লড়াই। বাংলাদেশ ফুটবল ফেডারেশন ২২ সেপ্টেম্বর থেকে সিলেটে বিপিএল শুরুর কথা জানালেও বিস্তারিত কোন সূচী এখনো প্রকাশ করেনি। ফলে ২২ সেপ্টেম্বর থেকে কতদিন সিলেটে খেলা চলবে, কয়টি ম্যাচ অনুষ্টিত হবে, প্রতিদিন কয়টি ম্যাচ হবে তা জানা যায়নি।

তবে অন্য একটি সূত্র জানিয়েছে সিলেটে মোট ২৬টি টি ম্যাচ অনুষ্টিত হবে। প্রতিদিন দু’টি করে খেলা হবে জেলা স্টেডিয়ামে। বিকাল ৪ টায় প্রথম ম্যাচ ও সন্ধ্যা ৭ টায় দ্বিতীয় ম্যাচ অনুষ্টিত হবে।

দেশের শীর্ষ স্থানীয় ১২টি ক্লাব এতে অংশ গ্রহণ করবে। ক্লাবগুলো হলো ঢাকা আবাহনী, ঢাকা মোহামেডান স্পোটিং ক্লাব, চট্টগ্রাম আবাহনী, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, শেখ রাসেল ক্রীড়া চক্র, ব্রাদার্স ইউনিয়ন ক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, ফেনী সকার ক্লাব, টিম বিজেএমসি, উত্তর বারিধারা, ফরাশগঞ্জ ও রহমতগঞ্জ ক্লাব।

সিলেটে এই প্রথম বারের মত ঘরোয়া শীর্ষ ক্লাবগুলোর লড়াইয় অনুষ্টিত হবে। এরই মধ্যে সিলেট জেলা স্টেডিয়ামের প্রস্তুুত হয়েছে।

সিলেট জেলা স্টেডিয়ামে বর্তমানে সিলেট বিভাগীয় কমিশনার কাপ ফুটবল টুর্ণামেন্ট চলছে। কমিশনার কাপ শেষ হবে ঈদুল আযহার পূর্বেই। ঈদুল আযহার পরই সিলেটের মাঠে প্রথম বারের অনুষ্টিত হবে ফুটবল বিপিএল।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই প্রথম বারের মত সিলেটে প্রিমিয়ার লিগ ফুটবল আয়োজনের উদ্যাগ নিয়েছে। সিলেটের দর্শকদের ফুটবল আগ্রহ প্রেম দেখে মুগ্ধ বাফুফে কর্মকর্তারা সিলেটকে জাতীয় দলের দ্বিতীয় হোম ভেন্যু করার চিন্তা করছেন।

এর আগে সাফ অনুর্ধ্ব-১৬, বাংলাদেশ-নেপাল ও বঙ্গবন্ধু গোল্ড কাপ আয়োজন করে সফলতা দেখিয়েছে সিলেট। এসব টুর্ণামেন্টে সিলেটের মানুষের ফুটবল প্রেম দেখেছেন দেশবাসী। দর্শকদের বাঁধভাঙা উচ্ছ্বাস আবারো দেখবে দেশের মানুষ ফুটবল বিপিএল দিয়ে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here