সিলেটে সংবর্ধিত হলেন গাজী টায়ার্স ক্রিকেটার হান্টের দুই গতিদানব

0
125

নিজস্ব প্রতিবেদক: গাজী টায়ার্স ক্রিকেটার হান্টে সেরা হয়ে ছিলেন সিলেটের দুই পেসার। সারা দেশের প্রায় ২৫ হাজার প্রতিযোগির সঙ্গে লড়াই করে সিলেট টাইগার্স ক্রিকেট সেন্টারের পেসার রেজাউর রহমান রাজা ও মামুন আহমদ গাজী টায়ার্স ক্রিকেটার হান্টে চূড়ান্ত ভাবে মনোনিত হয়।

রাজা গাজী টায়ার্সে সেরা পেসার হওয়ার গৌরব অর্জন করেন। সিলেট টাইগার্স ক্রিকেট সেন্টার তাদের এই দুই কৃতী ক্রিকেটারকে সংবর্ধনা দিয়েছে।

শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রিকেট বোর্ডের পরিচালক ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।

আশরাফ আরমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ক্রিকেটার হানিফ আলম চৌধুরী, অলী ওয়াসিকুজ্জামান অনী, পাপলু দত্ত, বিভাগীয় ক্রিকেট কোচ এ.কে.এম মাহমুদ ইমন, নুরুল মোস্তফা মিন্টু, সিলেট ক্রিকেটার্স এসোসিয়েশনের সভাপতি রেজাউল করিম নাচন  সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জয়দ্বীপ দাস সূজক, ইমরান আহমদ প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে তরুণ প্রতিভাবান এ দুই ক্রিকেটারকে শুভেচ্ছা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ।

সিলেট টাইগার্স ক্রিকেট সেন্টারের পরিচালক, ক্রিকেট কোচ মারুফ হাসান সহ সিলেট টাইগার্সের কর্মকর্তারা একাডেমির কৃতী ক্রিকেটার রাজা ও মামুনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here