নিজস্ব প্রতিবেদক: সিলেটের ক্রিকেট কোচদের কাছে হেরেছেন সাবেক ক্রিকেটাররা। সিলেটের ক্রিকেট মাঠ যারা এক সময় দাপিয়ে বেড়াতেন, যাদের চার-ছক্কার বেদড়ক পিঠুনির শিকার হতেন বোলাররা সিলেটের সেই সব সাবেক তারকা ক্রিকেটাদেরকে প্রীতি ম্যাচে হারিয়েছেন ক্রিকেট কোচরা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার এক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়ে ছিলেন সিলেটের ক্রিকেট ও সাবেক ক্রিকেটাররা।
আগে ব্যাট করে নির্ধারিত ৩০ ওভারে অলআউট হওয়ার আগে সাবেক ক্রিকেটার একাদশ সংগ্রহ করে ১০৭ রান। দলের পক্ষে নাচন ৩১, সুইট ২০, কাবি ১৮ রান করেন।
ক্রিকেট কোচ একাদশের হয়ে হ্যাট্টিক করেন তপু। ১.১ ওভারে ১ রানে তিনটি উইকেট নেন তপু।
১০৮ রানের টার্গেটে খেলতে ইমন ও শানাজের ব্যাটে মাত্র এক উইকেট হারিয়ে সহজেই জয় পেয়ে যায় সাবেক ক্রিকেট কোচ একাদশ। দলের হয়ে শানাজ সর্বোচ্চ ৪০ রান, ইমন ৩৫ রান করেন।
সাবেক ক্রিকেটার একাদশের হয়ে ফরহাদ কোরেশী একটি উইকেট পান।
সাবেক ক্রিকেটারদের হয়ে মাঠে নামেন হানিফ আলম চৌধুরী,, নুরুল মোস্তফা মিন্টু, পাপলু দত্ত, সৈয়দ তকরিমুল হাদী কাবি, ফরহাদ কোরেশী, রেজাউল করিম নাচন, ইমরান আহমদ, জয়দ্বীপ দাস সূজক প্রমুখ।
ক্রিকেট কোচ একাদশের হয়ে মাঠে নেমে ছিলেন বিভাগীয় কোচ এ.কে.এম মাহমুদ ইমন, জেলা কোচ মারুফ হাসান, ক্রিকেট কোচ রানা মিয়া, জহির হোসেন, আব্দুস শুকুর, আবিদ হাসান রাজু, তানজীল শাহরিয়ার অলী, শেনাজ আহমদ প্রমুখ। অসুস্থ থাকার কারণে ক্রিকেট কোচ একাদশের হয়ে খেলতে পারেননি তপন মালাকার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০