সিলেটে স্থগিত হলো ঘুড়ি উৎসব

0
99

স্পোর্টস ডেস্ক:: ঐতিহ্যের ঘুড়ি উৎসব স্থগিত হলো। সিলেটের ক্রীড়া সংগঠক কাউন্সিলর আজাদুর রহমান আজাদের উদ্যোগে আজ শনিবার হতে যাওয়া ঘুড়ি উৎসব স্থগিত করা হয়েছে।

আয়োজকেরা জানিয়েছেন, আবহাওয়া অনুকুলে না থাকায় স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবহাওয়া পূর্বাবাস আগেই জানিয়েছে, শনিবার সিলেটে প্রবল শৈতপ্রবাহ থাকবে। সেই সাথে বৃষ্টি হওয়ার সম্ভাবনাও আছে। যার কারণে ঘুড়ি উৎসব স্থগিত করেছেন তারা।

এক বিবৃতিতে কাউন্সিলর আজাদ জানান, ২১ জানুয়ারি ঘুড়ি উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছিল। কিন্তু আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ২১ জানুয়ারিসহ চলতে মাসে সিলেটে শৈতপ্রবাহ ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শৈতপ্রবাহ কিংবা ঘনকুয়াশা এবং বৃষ্টি হলে ঘুড়ি ওড়ানো সম্ভব হবে না। তাই প্রাকৃতিক কারণে পূর্ব নির্ধারিত তারিখে ঘুড়ি উৎসবের আয়োজন করা যাচ্ছে না। আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হবে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০00

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here