নিজস্ব প্রতিবেদকঃ আর মাত্র ২৪ ঘন্টাও বাকি নেই। এরপরই মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ ও সিশেলস জাতীয় ফুটবল দল। ২৫ মার্চ, শনিবার মুখোমুখি হবে দুই দল। সিলেট জেলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকাল ৩.৪৫টায়। এই ম্যাচকে সামনে রেখে শেষ মূহুর্তের প্রস্তুতি সম্পন্ন করছে কর্তৃপক্ষ।
এর মধ্যে শুরু হয়েছে টিকিট বিক্রিও। ম্যাচের আগের দিন অর্থাৎ, ২৪ মার্চ শুক্রবার থেকে শুরু হয়েছে সেই টিকিট বিক্রি। বাংলাদেশ ও সিশেলসের মধ্যকার ম্যাচের টিকিট মূল্য ধরা হয়েছে ৫০ টাকা করে। সিলেট জেলা স্টেডিয়ামের মূল গেইটের প্রবেশমুখেই টিকিট বুথ রয়েছে। আর সেখানেই চলছে টিকিট বিক্রি।
আর এর বাইরে মাইকিং করেও টিকিট বিক্রির ব্যবস্থা চলছে। সিএনজিতে করে সিলেট শহরের মূল সড়কপথে টিকিট বিক্রির প্রচারণা চলছে। জামাল ভূঁইয়া, তপু বর্মণদের ম্যাচ দেখতে হলে, অর্ধশত টাকা খরচ করতে হবে সাধারণ দর্শকদের।
ইতিমধ্যেই সিলেটে অবস্থান করছে বাংলাদেশ ও সিশেলস জাতীয় ফুটবল দল। দুই দলই শেষ মূহুর্তের অনুশীলন সেরেছে। এর মধ্যে বাংলাদেশ দল ম্যাচের আগের দিন শুক্রবার অনুশীলন করেছে সিলেট জেলা স্টেডিয়ামে। আর সিশেলস অনুশীলন করেছে সিলেট বিকেএসপিতে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post