নিজস্ব প্রতিবেদকঃ তুরস্ক-সিরিয়ার সীমান্ত অঞ্চলে বিধ্বংসী ভূমিকম্পে মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এ পর্যন্ত ৭ হাজার ৮০০ জন নিহত হওয়ার খবর জানা গেছে। ধ্বংসস্তূপে চাপা পড়া লোকজনকে উদ্ধারে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। বিভিন্ন দেশ থেকে উদ্ধার কাজে যোগ দিয়েছেন কয়েক হাজার সদস্য।
ভয়াবহ এই ভূমিকম্পে দুটি দেশের মানুষের প্রার্থনায় বিপিএল ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে। বুধবার দুপুর দেড়টায় সিলেট স্ট্রাইকার্স ও খুলনা টাইগার্স বিপিএলের লিগ পর্বের শেষদিকের ম্যাচে মাঠে নেমেছে। ম্যাচ শুরুর আগে দুই দলের ক্রিকেটার, ম্যাচ অফিসিয়াল ও দর্শকরা দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। এ সময় জায়ান্ট স্ক্রিনে ভেসে উঠে হৃদয়স্পর্শী সেসব ঘটনার ছবি। সঙ্গে ভেসে উঠে বার্তা, ‘তুরস্ক ও সিরিয়ার জন্য আমাদের মন পুড়ছে।’
গত সোমবার তুরস্কের গাজিয়ানটেপ শহরে ৭.৮ মাত্রার ভূমিকম্প হয়। ভয়াল মাত্রার কম্পনের প্রভাব পড়ে পার্শ্ববর্তী সিরিয়া, জর্ডান ও অন্য দেশেও। ক্ষয়ক্ষতির পরিমাণ তুরস্কেই বেশি। ধসে পড়ে কয়েক হাজার ভবন। এখন পর্যন্ত প্রায় তুরস্ক ও সিরিয়া মিলিয়ে ৯ হাজার মানুষের নিহত হওয়ার খবর পাওয়া গেছে, মৃতের সংখ্যা বাড়ছে প্রতিনিয়ত।
ভয়াবহ এই ভূমিকম্পে তুরস্কের এক গোলরক্ষক প্রাণ হারিয়েছেন। তাঁর নাম আহমেত ইউপ তুরকাসলান। তুরস্কের দ্বিতীয় বিভাগের দল ইয়েনি মালাতইয়াসপরে খেলতেন তিনি। জানা গেছে, ভূমিকম্প আঘাত হানার পর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। পরে ধ্বংসস্তূপ থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post