সিলেট ছেড়ে ঢাকায় ফিরলেন আফিফ

0
60

নিজস্ব প্রতিবেদকঃ সিলেটে চলছে বাংলাদেশ-আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজ। ইতোমধ্যে তিন ম্যাচ সিরিজের দু’টি মাঠে গড়িয়েছে। কিন্তু কোনো ম্যাচেই খেলা হয় নি আফিফ হোসেনের। একাদশে সুযোগ পান নি এই ক্রিকেটার। বেঞ্চে বসে সময় পার করা আফিফ সিলেট ছেড়ে ঢাকায় ফিরে গেছেন।

বিসিবির একটি সূত্র জানিয়েছে চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলতে জাতীয় দল ছেড়েছেন আফিফ। জানা গেছে যেহেতু তিনি আইরিশদের বিপক্ষে খেলার সুযোগ পাচ্ছেন না তাই তাঁকে ডিপিএল খেলতে ছেড়ে দেওয়া হয়েছে। এর আগে বাংলাদেশ দল যখন সিলেট আসে সেদিন ছিলেন না আফিফ। ঢাকা আবাহনীর হয়ে ম্যাচ খেলার কারণে সবার সাথে সিলেট আসেন নি তিনি।

সিলেট ছেড়ে আফিফের ঢাকায় ফেরা প্রসঙ্গটি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘আফিফকে শুধুশুধু বসিয়ে রেখে তো লাভ নেই। দলে ব্যাকআপ খেলোয়াড়ও আছে। তাই ঢাকায় ডিপিএল খেলতে পাঠিয়ে দেওয়া হয়েছে।’

২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হয় আফিফের। প্রথম ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পাননি। তবে বোলিং করে একটি উইকেট শিকার করেছিলেন। অভিষেক রাঙাতে না পাড়াতে একটানা দেড় বছর মাঠের বাইরে থাকতে হয়েছে এ বাঁহাতি ব্যাটারকে।

২০১৯ সালে আবারো জাতীয় দলে ডাক পান আফিফ। জিম্বাবুয়ের বিপক্ষে দলে ফিরেই হাফ সেঞ্চুরি করেন তিনি। প্রায়ই হারতে বসা বাংলাদেশকে খাঁদের কিনারা থেকে টেনে তুলে জয় এনে দেন এ অলরাউন্ডার। এরপর দীর্ঘ দিন একটানা খেলেছেন জাতীয় দলে। তবে সাম্প্রতিক ফর্ম ভালো নয় তাঁর। তাই সবশেষ ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে একাদশ থেকে বাদ পড়েন। এরপর চলমান আয়ারল্যান্ড সিরিজেও সুযোগ পান নি এখন পর্যন্ত।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here