নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় অনুষ্টিত অনুর্ধ্ব-১৮ বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতা শুরু হচ্ছে আগামি ২৮ অক্টোবর থেকে। এই টুর্ণামেন্টে অংশ গ্রহনের জন্য সিলেট জেলা অনুর্ধ্ব-১৮ দলের ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হয়েছে। স্ট্যান্ডবাই রাখা হয়েছে ৫ জন খেলোয়াড়কে।
অনুর্ধ্ব-১৮ সিলেট বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতার সবগুলো ম্যাচই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্টিত হবে। ২৮ অক্টোবর স্বাগতিক সিলেটের প্রথম প্রতিপক্ষ সুনামগঞ্জ জেলা অনুর্ধ্ব-১৮ ক্রিকেট দল।
বুধবার বিকালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুর্ধ্ব-১৮ ক্রিকেট দলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন বিসিবির সিলেট জেলা কোচ মোঃ মারুফ হাসান, অনুর্ধ্ব- ১৮ দলের কোচ মোঃ রানা মিয়া।
চূড়ান্ত স্কোয়াডের ১৫ জন খেলোয়াড় হলেন- অয়ন, ইমন, লাবিব, সিয়াম, ফাহিম, বদরুল, কামরান, ফাহমিদ, ইসহাক, আকাশ, তুষার, ফারহান, অর্ক, সাইফুল, শুভ,
স্ট্যান্ডবাই খেলোয়াড়রা হলেন- সাদিক, আলকাছ, কামরান, ইমরান, ফয়ছল।
বিসিবির জেলা কোচ মারুফ হাসান এসএনপিস্পোর্টসকে জানান, চূড়ান্ত দলে সুযোগ পাওয়া সবাই এর আগেও বয়স ভিত্তিক বিভিন্ন দলে খেলেছে। আশা করছি ভালো একটা রেজাল্ট হবে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০