নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় অনুষ্টিত হতে যাওয়া ৪২তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের জন্য সিলেট জেলা দল গঠন করা হচ্ছে।
সিলেট জেলা ক্রীড়া সংস্থা প্রথম বিভাগ ক্রিকেট লিগের পারফর্মাদের মধ্য থেকে সেরা ৩০জনকে বাছাই করেছে জেলা দলের জন্য। এখান থেকেই বাছাই করা হবে ১৫ জনের দল।
সিলেট জেলা স্টেডিয়ামে আগামীকাল মঙ্গলবার ৩০ সদস্যের দলে ডাক পাওয়া ক্রিকেটারদের রিপোর্ট করতে বলা হয়েছে। প্রথম বিভাগ লিগে পেশাদার ক্রিকেটাররা অংশ নেওয়া এবার পূর্ণ শক্তির জেলা দল গঠন হচ্ছে।
সিনিয়র ক্রিকেটারদের পাশাপাশি লিগে পারফর্ম করা জুনিয়র ক্রিকেটাররাও সুযোগ পেয়েছেন জেলা দলের ৩০ সদস্যের স্কোয়াডে।
জেলা দলের তালিকা:: মোঃ মাহবুব হাসান, আহমেদ সাদিকুর রহমান তাজিন, কামরুল ইসলাম, সাঈদুর রহমান সাঈদ, রাশেদ আমদ, ইফতেখার আহমদ চৌধুরী, জামিল আহমদ, সৌগত তালুকদার অর্ক, রিহান খাঁন, আহমেদ আবিদুল হক, তোফায়েল আহমদ, মোঃ মুজাক্কির হোসেন, মোঃ কামিল আহমদ, শরিফ আহমদ, মাজহারুল হক মাজেদ, ফাহাদ আহমদ মোস্তাক, মোঃ আসাদ আহমদ, আমির সোহেল জয়, ইমরান উদ্দিন, সাব্বির আহমদ, মির্জা নাবিল, রেদওয়ান আহমদ রাফি, সুজন আহমদ, ইমরান উদ্দিন, মাসুম আহমদ, আবু বক্কর, সজিব রানা হৃদয়, হাম্মাদ আহমদ, রাহেল আহমদ, রাজু আহমদ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post