নিজস্ব প্রতিবেদক:: সিলেট জেলা স্টেডিয়ামে আবারো ফিরছে ফুটবল। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ-ভারতের ম্যাচ আয়োজন হবে সিলেট জেলা স্টেডিয়ামে। সিলেটের ফুটবল প্রেমীরা মাঠে বসে দেখবেন হামজা-সুনীল ছেত্রীদের লড়াই।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জাতীয় দলের ম্যাচ ঢাকা বাইরে আয়োজন করছে। সিলেট জেলা স্টেডিয়াম ও চট্টগ্রামের এম.এ.আজিজ স্টেডিয়ামে আয়োজন করছে ম্যাচ। সিলেটে বাংলাদেশ খেলবে চিরপ্রতিদ্বন্ধ্বী ভারতের বিপক্ষে, চট্টগ্রামে খেলবে হংকংয়ের বিপক্ষে, ঢাকার হোম অব ফুটবলে খেলবে হংকংয়ের বিপক্ষে।
ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা দেওয়ান হামজা চৌধুরীর বাড়ী সিলেট বিভাগে। হবিগঞ্জের বাহুবলের ছেলে এবার খেলবেন নিজের বিভাগীয় শহরে। এরই মধ্যে সিলেটের ফুটবল কর্তারা প্রস্তুুতি শুরু করে দিয়েছেন।
জানা গেছে, আগামি ১৮ নভেম্বর সিলেট জেলা স্টেডিয়ামে বাংলাদেশ ও ভারতের হাই ভোল্টেজ ম্যাচটি অনুষ্টিত হবে। তার আগে আগামি ১০ জুন বাংলাদেশ ঢাকায় জাতীয় স্টেডিয়ামে খেলবে সিঙ্গাপুরের বিপক্ষে। এরপর ৯ অক্টোবর চট্টগ্রামের এম.এ. আজিজ স্টেডিয়ামে খেলবে হংকংয়ের বিপক্ষে।
সিলেট জেলা স্টেডিয়ামে এর আগেও আন্তর্জাতিক ফুটবল হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন জেলা স্টেডিয়ামকে ফুটবলের জন্য চেয়েছিলো। না পাওয়ায় দীর্ঘ দিন আন্তর্জাতিক ফুটবল ও প্রিমিয়ার লিগের ম্যাচ হয়নি সিলেটে। তবে এবার জেলা স্টেডিয়ামে আবারো আন্তর্জাতিক ফটবল ফেরাচ্ছে ফেডারেশন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০