নিজস্ব প্রতিবেদক: সিলেট টাইগার্স ক্রিকেট সেন্টার কর্তৃক আয়োজিত টি-২০ ক্রিকেট লিগের মিডিয়া পার্টনার হয়েছে শীর্ষ স্পোর্টস অনলাইন এসএনপিস্পোর্টস২৪ডটকম।
আজ রোববার সিলেট টাইগার্স ক্রিকেট সেন্টারের কোচ তপন কুমার মালাকার এসএনপিস্পোর্টস২৪ডটকমের সঙ্গে মিডিয়া পার্টনারের হিসেবে এক আনুষ্টানিক সমঝোতা স্মারকে সই করেন। এসএনপিস্পোর্টসের পক্ষে স্মারকে সই করেন নির্বাহী সম্পাদক কাইয়ুম আল রনি।
সিলেট টাইগার্স ক্রিকেট সেন্টারের ব্যবস্থাপনায় একাডেমির ৪টি দল অংশ নেবে টুর্ণামেন্টটিতে। সিলেট নগরের এ.এম.এ মুহিত ক্রীড়া কমপ্লেক্স মাঠে টুর্ণামেন্টের খেলা গুলো হবে।
একাডেমির যে চারটি দল টুর্ণামেন্টে অংশ নিচ্ছে ইলেভেন ভাইংকিস, সিলি স্লোগার, ড্রিম ইলেভেন, ইলেভেন ওয়ারিওয়ার্স।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০