নিজস্ব প্রতিবেদকঃ নিউজিল্যান্ডকে হারিয়ে সিলেট টেস্ট জিতল বাংলাদেশ। পঞ্চম দিনে গড়ানো ম্যাচে টাইগারদের জয় ১৫০ রানে। বল হাতে দুই ইনিংসে দ্যুতি ছড়িয়েছেন বাংলাদেশের তাইজুল ইসলাম। প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়া এই বাঁহাতি দ্বিতীয় ইনিংসে নেন ৬ উইকেট। তাতে রেকর্ডগড়া জয় পেয়েছে স্বাগতিকরা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৩৩২ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ১৮১ রানে অলআউট হয়েছে নিউজিল্যান্ড। রানের রেকর্ডগড়া জয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্র শুরু হলো বাংলাদেশের। এর আগে নিজেদের দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শেষে গতকাল কিউইদের সামনে ৩৩২ রানের পাহাড়সম টার্গেট ছুড়ে দেয় নাজমুল হোসেন শান্তর দল।
বাংলাদেশের পক্ষে অধিনায়ক শান্ত সর্বোচ্চ ১০৪, মুশফিকুর রহিম ৬৭ ও মেহেদি হাসান মিরাজ অপরাজিত ৫০ রান করেন। জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুক্রবার ৭ উইকেটে ১১৩ রানে চতুর্থ দিন শেষ করেছিল নিউজিল্যান্ড। আজ (শনিবার) দিনের শুরুতে ফিফটি তোলে নেন ড্যারিল মিচেল। তবে তাঁকে বেশিক্ষণ টিকতে দেন নি নাঈম হাসান। এরপর তাইজুলের শিকারে ফেরেন টিম সাউদি। শেষ ব্যাটার হিসেবে ফেরেন ইস শোধি।
নিউজিল্যান্ডের হয়ে একমাত্র ফিফটি হাঁকান মিচেল। ৫৮ রানের ইনিংস খেলেন এই কিউই ব্যাটার। শেষ দিকে ৩৪ রান করেন সাউদি। কনওয়ে ও সোধি করেছেন ২২ রান করে। বাংলাদেশের হয়ে দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট শিকার করেছেন তাইজুল। প্রথম ইনিংসে মুমিনুল হক তুলে নিয়েছেন ৩টি উইকেট। তবে দ্বিতীয় ইনিংসে কোনো উইকেট পাননি। ম্যাচে মিরাজ পেয়েছেন ২ উইকেট। নাইম হাসান ৩ উইকেট ও শরিফুল ২ উইকেট।
এর আগে মাহমুদুল হাসান জয়ের ৮৬ রানের ইনিংসের কল্যাণে প্রথম ইনিংসে ৩১০ রান তুলেছিল বাংলাদেশ। আর দ্বিতীয় ইনিংসে নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি আর মুশফিকুর রহিম ও মেহেদীর ফিফটিতে ৩৩৮ রান সংগ্রহ করে টাইগাররা। তাতে প্রথম ইনিংসে কেন উইলিয়ামসনের সেঞ্চুরিতে ৩১৭ রান তোলার কিউইদের সামনে লক্ষ্যটা গিয়ে দাঁড়ায় ৩৩২ রান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post