স্পোর্টস ডেস্কঃ চলতি মাসের শেষদিকে বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ডের টেস্ট দল। দুই ম্যাচের সিরিজটি শুরু হবে সিলেটে। দ্বিতীয় টেস্ট হবে ঢাকায়। আসন্ন সিরিজের জন্য সোমবার দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। টিম সাউদিকে অধিনায়ক করা হয়েছে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে। দলে ফেরানো হয়েছে কেন উইলিয়ামসনকেও।
নিউজিল্যান্ড দল বাংলাদেশ সফরে আসবে ২১ নভেম্বর। ২৮ নভেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই দলের প্রথম টেস্ট মাঠে গড়াবে। সিরিজের পরের টেস্ট ৬ ডিসেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। টেস্ট সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। এই সিরিজের কিউই দলে রাখা হয়েছে একাধিক স্পিনার। এজাজ প্যাটেল, মিচেল স্যান্টনার, রাচিন রবীন্দ্র, ইশ সোধি ও গ্লেন ফিলিপস আছেন ঘোষিত দলে।
বাংলাদেশ সফরে নিউজিল্যান্ড টেস্ট দল: টিম সাউদি (অধিনায়ক), টম ব্লান্ডেল, ডেভন কনওয়ে, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, এজাজ প্যাটেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, কেইন উইলিয়ামসন, উইল ইয়াং।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০