নিজস্ব প্রতিবেদকঃ ২৫তম জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডে ঢাকা মেট্রোর বিপক্ষে ড্র করল সিলেট বিভাগ। রোববার পেসার আবু জায়েদ চৌধুরির ব্যাটিং নৈপুণ্যে দেখিয়েছেন এই ম্যাচে। কক্সবাজারে ব্যাট হাতে প্রথম শ্রেণির ক্রিকেটে ক্যারিয়ার সেরা ইনিংস খেলেছেন এই ক্রিকেটার। রান বন্যার ম্যাচটি ড্র হয়েছে।
প্রথম স্তরের ম্যাচটিতে আগে ব্যাট করে ৬০১ রানের পাহাড় গড়ে ঢাকা। সাদমান ইসলাম ও নাঈম ইসলাম ডাবল সেঞ্চুরি হাঁকান প্রথম ইনিংসে। তাতে রান পাহাড় গড়ে ঢাকা। সাদমান-নাঈমের তৃতীয় উইকেটের জুটিতে আসে ৪৩৪ রান। বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে তৃতীয় উইকেটে সর্বোচ্চ ও যেকোনো উইকেটে দ্বিতীয় সর্বোচ্চ এই জুটি। সর্বোচ্চ জুটি ৪৯৪ রানের। মার্শাল আইয়ুব ও মেহরাব হোসেন জুনিয়র এই রেকর্ড করেন ২০১৭ সালে।
ঢাকার অধিনায়ক সাদমান করেছেন প্রথম শ্রেণির ক্যারিয়ার সেরা ২৫০ রান। তার ৪৩৭ বলের ইনিংস গড়া ২৮ চার ও এক ছক্কায়। ক্যারিয়ার সেরা ২২১ রানের ইনিংস খেলেছেন নাঈম। ২৩ চার ও ৫ ছক্কায় সাজানো তার ২৭৮ বলের ইনিংস। বল হাতে সিলেটের নাবিল সামাদ নেন ৩ উইকেট। জবাব দিতে নেমে তৃতীয় দিন শেষে ৬ উইকেটে ৩৪৮ রান করে জাকির হাসানের দল। সিলেটের ফলো-অন এড়াতে আজ তাদের প্রয়োজন ছিল ১০৪ রান। এমন অবস্থায় দলটির ত্রাতা হয়ে আসেন আবু জায়েদ।
দলীয় ৩৭১ রানে ৭ উইকেট হারিয়ে বসা সিলেট ৪৯৪ রান পর্যন্ত যেতে পারে আবু জায়েদ ও শাহানুর রহমানের ব্যাটে। ফলো-অন শঙ্কা মাথায় নিয়ে ৯ নম্বরে নেমে অষ্টম উইকেটে শাহানুর রহমানের সঙ্গে ৫৫ এবং দশম উইকেটে নাবিল সামাদের সঙ্গে ৫৩ রানের জুটিতে সিলেটকে বাঁচান আবু জায়েদ। প্রথম শ্রেণির ক্রিকেটে দ্বিতীয় ফিফটিতে ১৪৭ বলে ৬ চার ও ৩ ছক্কায় ক্যারিয়ার সেরা ৬৯ রানের ইনিংস খেলেন তিনি।
ফিফটি আসে শাহানুরের ব্যাট থেকেও। ১২৪ বলে ৩টি করে চার-ছক্কায় ৫২ রান করেন তিনি প্রথম শ্রেণিতে এটি তাঁর চতুর্থ ফিফটি। এর আগে ইনিংসের শুরুটা দারুণ পায় সিলেট। তৌফিক খান তুষার ও জাকির হাসানের উদ্বোধনী জুটিতে আসে ১৩২ রান। ৯৬ বলে ৭ চার ও ৪ ছক্কায় ৭৩ রান করেন তুষার। অধিনায়ক জাকিরের ব্যাট থেকে আসে ১৩৭ বলে ৭২ রান। ২ ছক্কা ও ৪ চার হাঁকান তিনি। সিলেটের জার্সিতে খেলা শামসুর রহমান শুভ হাঁকান দারুণ এক সেঞ্চুরি।
১৯৪ বলে ৯ চার ও ১ ছক্কায় ১০১ রান করেন শামসুর। জাকের আলী অনিকের ব্যাট থেকে আসে আরেকটি ফিফটি। ১৪১ বলে ৮ চারে ৬৫ রান করেন এই উইকেটকিপার ব্যাটার। শেষদিকে আবু জায়েদ-শাহানুরের ফিফটির সুবাদে ৪৯৪ রান পর্যন্ত যেতে পারে সিলেট। ১০৭ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে মেট্রো বিনা উইকেটে ১১৩ রান করার পর ড্র মেনে নেয় দুই দল। ৭০ বলে ৭ চার ও এক ছক্কায় ৬২ রান করেন মোহাম্মদ নাঈম শেখ। ৬৯ বলে ৫ চার ও এক ছক্কায় ৫০ রান করেন জাহিদুজ্জামান। প্রথম ইনিংসে ক্যারিয়ার সেরা ২৫০ রানের জন্য ম্যাচ সেরা হয়েছেন মেট্রোর অধিনায়ক সাদমান ইসলাম।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০