নিজস্ব প্রতিবেদকঃ বিপিএলের সিলেট পর্বের শেষদিন আজ। মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে মাঠে নেমেছে ফরচুন বরিশাল ও ঢাকা ডমিনেটরস। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচের টস পর্ব ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বরিশাল অধিনায়ক সাকিব আল হাসান। সিলেট পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলছে দু’দল।
চোট থেকে সেরে উঠতে না পারায় বরিশালের একাদশে নেই মেহেদি হাসান মিরাজ। এদিকে ঢাকার একাদশে রাখা হয়নি তাসকিন আহমেদকে। তবে চোট কাটিয়ে ঢাকার একাদশে জায়গা পেয়েছেন শরিফুল ইসলাম।
ঢাকা ডমিনেটরস একাদশ: সৌম্য সরকার, উসমান গনি, অ্যালেক্স ব্লেক, মোহাম্মদ মিঠুন, নাসির হোসেন (অধিনায়ক), আরিফুল হক, মুক্তার আলী, আবদুল্লাহ আল মামুন, সালমান ইরশাদ, শরিফুল ইসলাম ও আমির হামজা।
ফরচুন বরিশাল একাদশ: আনামুল হক, সাইফ হাসান, সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদুল্লাহ, ইফতিখার আহমেদ, ইব্রাহিম জাদরান, সালমান হোসেন, করিম জানাত, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, খালেদ আহমেদ ও সানজামুল ইসলাম।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০