নিজস্ব প্রতিবেদকঃ চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত পয়েন্ট টেবিলের তলানির দল ঢাকা ডমিনেটরস। আজ সিলেট পর্বের বিপিএলে প্রথম ম্যাচ খেলতে নেমেছে ঢাকা ডমিনেটরস। সোমবার দুপুরের ম্যাচে নাসির হোসেনদের প্রতিপক্ষ রংপুর রাইডার্স।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ইতোমধ্যে সম্পন্ন হয়েছে টস পর্ব। টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান। ঢাকার একাদশে ফিরেছেন লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখন।
ঢাকা ডমিনেটরস একাদশ: সৌম্য সরকার, মিজানুর রহমান, উসমান গনি, মোহাম্মদ মিঠুন, অ্যালেক্স ব্লেক, নাসির হোসেন (অধিনায়ক), আরিফুল হক, তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন, সালমান ইরশাদ ও জুবায়ের হোসেন।
রংপুর রাইডার্স একাদশঃ মোহাম্মদ নাইম, রনি তালুকদার, মাহেদী হাসান, শোয়েব মালিক, আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নওয়াজ, শামীম হোসেন, নুরুল হাসান, রকিবুল হাসান, হারিস রউফ ও হাসান মাহমুদ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০